পিএসজিতে যোগ দিলেই পরের বছর বিশ্বকাপ জেতা যায়, অন্তত দুই সুপারস্টারের ক্ষেত্রে তা সত্যি হয়েছে। প্যারিসে আসার পরের বছর লিওনেল মেসির জন্যও অপেক্ষা করে আছে কাতার বিশ্বকাপ, যেটা আবার কিং লিওর সম্ভাব্য শেষ বিশ্ব আসর।
নিতান্ত কাতালীয় ব্যপার হলেও, নামটা লিওনেল মেসি বলেই আশায় বুক বাঁধছেন তার ভক্তরা।
চোখের জলে কখনো নদী হয় না, অশ্রু নিমেষেই শুকিয়ে যায় দিনের আলোতেই, তা মনে রাখে না কেউ। কিন্তু লিওনেল মেসি যখন কাঁদেন সেটাও তো ইতিহাস হয়, তবে ভাগ্যের নিদারুন পরিহাস, লিওনেলে মেসিকে কাঁদতে হয় বার বার।
কখনো জাতীয় দলের জার্সিতে অল্পের জন্য শিরোপা মিস করে, কখনো যে বার্সেলোনা ক্লাবের জার্সিতে সব শিরোপা জিতেছেন, সেটা অনিচ্ছায় ছেড়ে আসতে হয় বলে।
আরও পড়ুন: পিএসজির জন্য সব শিরোপা জিততে চান মেসি
ফাইনালে জার্মানির কাছে হেরে ২০১৪ বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি, দু'বছর পর পেনাল্টি শুটআউটে চিলির কাছে হেরে কোপা আমেরিকার শিরোপাটাও হয় হাতছাড়া। সেসব এখন কেবলই স্মৃতি, কারণ ২০২১-এর কোপায় এসে আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম শিরোপাটা জিতেছেন মেসি।
তার পর অবশ্য আরেক দুঃসময়ের শুরু, অর্থসংকট আর ক্লাব রাজনীতির মারপ্যাঁচে বার্সেলোনা থেকে কান্নাভেজা চোখে বিদায় নিতে হয়েছে, যদিও পিএসজিতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এর আগের কয়েকটা পরিসংখ্যান বলছে, নতুন এই ক্লাব মেসির জন্য হতে পারে বিশ্বজয়ের আগাম বার্তা।
মেসি যে রোনালদিনিওর ছায়ায় বার্সায় নিজের শুরুরটা করেছিলেন সেই ব্রাজিলিয়ান তারকা পিএসজিতে যোগ দিয়েছিলেন ২০০১ সালে। তার পরের বছর ব্রাজিলের হয়ে জেতেন বিশ্বকাপ। জাপান-কোরিয়ার আয়োজিত সেই আসরে নিজেদের পাঁচ নম্বর ট্রফিটা জেতে সেলেসাওরা।
এমন ঘটনা আছে আরো একটা। কিলিয়ান এমবাপ্পে ২০০১৭-তে যোগ দিয়েছিলেন প্যারিসের এই ক্লাবে। পরের বছর রাশিয়া থেকে বিশ্বকাপ জিতেই ফেরে তার দেশ ফ্রান্স।
আরও পড়ুন: ইউয়েফা কাপের শিরোপা জিতল চেলসি
আর তাই মেসি যখন পিএসজির জার্সিটা গায়ে চড়ালেন, তখন থেকে তার ভক্তদের মধ্যে প্রত্যাশার পারদ উঠেছে তুঙ্গে। এবার কি তবে শিকে ছিড়বে? কাতার বিশ্বকাপই কি ফুটবল দুনিয়ার অন্যতম ট্র্যাজেডির সমাপ্তিরেখা? এ বছর কোপা আমেরিকা জয়ের পর যে মেসিকে নিয়ে আত্মবিশ্বাসটা আরো বেড়েছে।
বাস্তবতা হলো, এসবই কাকতালীয়, পিএসজিতে যোগ দিলেই যে বিশ্বকাপ জেতা যায় না, সেটার প্রমাণ তো মেসির বন্ধু নেইমারই। এই ক্লাবে মেসিকে যে সবচেয়ে বেশি চাইছিলো সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও পিএসজিতে যোগ দিয়েছিল ২০১৭ সালেই। সর্বশেষ বিশ্বকাপে রাশিয়াতে নেইমার বাহিনী কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়।
তারপরেও কিং লিওকে নিয়ে স্বপ্ন দেখতে তো দোষ নেই, আশাহত হয়ে আরো একবার নাহয় তার মতোই কান্নায় বুক ভাসাবে সবাই, তাতে কী আসে যায়। মেসির জন্য কাঁদলে তা তো কোনো অপরাধ নয়।
একাত্তর/এসজে