সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

জার্মানির বিশ্বজয়ী ফুটবলার গার্ড মুলার আর নেই

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০১:৩৪ পিএম

জার্মান ফুটবলের কিংবদন্তী গার্ড মুলার আর নেই। রোববার দুপুরে জার্মানির বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মৃত্যুর খবর দেয় তাঁর প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখ। বয়স হয়েছিল ৭৫ বছর। 

মুলারের মৃত্যুর খবরে গোটা বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ফুটবল বিশ্বে তিনি ছিলেন একজন মহানায়ক। তার সময়ের একজন সেরা ফুটবলার। 

১৯৭৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মুলার। সেই আসরে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এর দুই বছর আগে তিনি দেশকে এনে দেন ইউরো চ্যাম্পিয়নশিপও।

image


মুলারকে আশির দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও স্ট্রাইকার হিসেবে ধরা হতো। জার্মানির জাতীয় দল ও বায়ার্ন মিউনিখ ক্লাবে দীর্ঘদিন ধরে খেলেছেন তিনি। 

বিশ্বকাপের দুই আসরে ১৩ ম্যাচে ১৪ গোল নিয়ে দীর্ঘ ৩২ বছর এই রেকর্ড ধরে রেখে ছিলেন মুলার। ২০০৬ বিশ্বকাপে তাঁকে টপকে যান ব্রাজিলের রোনাল্ডো। আর, ২০১৪ বিশ্বকাপে রোনাল্ডোর রেকর্ড টপকে যান জার্মানিরই মিরোস্লাভ ক্লোজে।

গার্ড মুলার ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৮টি গোলের মালিক। আর ৭৪টি ইউরো ম্যাচে ৬৬টি গোল করেছেন তিনি। বুন্দেসলিগায় ৪৮৭ ম্যাচে তার গোল ৩৬৫টি। 

বায়ার্নের হয়ে ৬০৭টি ম্যাচে মোট ৫৬৬টি গোল করেছেন তিনি। গোটা ফুটবল ক্যারিয়ারে দেশ এবং ক্লাব মিলিয়ে মোট ৭৮০টি ম্যাচে ৭১১টি গোল করেছেন মুলার।

বায়ার্নের হয়ে ১৯৭১-৭২ মরশুমে ৮৫টি গোল করেছিলেন তিনি, যা ইউরোপে দীর্ঘদিন রেকর্ড ছিলো। ২০১২ সালে সেই রেকর্ড ভেঙ্গে দেন লায়োনেল মেসি।

image


এছাড়া বুন্দেসলিগায় এক মৌসুমে ৪০টি গোলের রেকর্ডও টিকে ছিল দীর্ঘদিন। গত মৌসুমে সেই রেকর্ড ভেঙ্গে দেন পোলিশ তারকা বরার্তো লেভেনদোভস্কি। 

১৯৮২ সালে ফুটবল ছেড়ে দেয়ার পর মাদকাসক্ত হয়ে পড়েন মুলার। ২০১৫ সালে তিনি দুরারোগ্য আলেজেইমার্সে আক্রান্ত হন তিনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলদাতাকে বলা হতো- ‘দ্য বোম্বার’ নামে।


একাত্তর/এআর


ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডার্বি বলতে এখন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথকেই বুঝায়। এই দুই মহাশক্তি আবারও মুখোমুখি বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটিকে ঘিরে এরিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে, আর্জেন্টিনার...
রাত পোহালেই মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি নেয়া শেষ।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত