জার্মান ফুটবলের কিংবদন্তী গার্ড মুলার আর নেই। রোববার দুপুরে জার্মানির বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মৃত্যুর খবর দেয় তাঁর প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখ। বয়স হয়েছিল ৭৫ বছর।
মুলারের মৃত্যুর খবরে গোটা বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ফুটবল বিশ্বে তিনি ছিলেন একজন মহানায়ক। তার সময়ের একজন সেরা ফুটবলার।
১৯৭৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মুলার। সেই আসরে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এর দুই বছর আগে তিনি দেশকে এনে দেন ইউরো চ্যাম্পিয়নশিপও।
মুলারকে আশির দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও স্ট্রাইকার হিসেবে ধরা হতো। জার্মানির জাতীয় দল ও বায়ার্ন মিউনিখ ক্লাবে দীর্ঘদিন ধরে খেলেছেন তিনি।
বিশ্বকাপের দুই আসরে ১৩ ম্যাচে ১৪ গোল নিয়ে দীর্ঘ ৩২ বছর এই রেকর্ড ধরে রেখে ছিলেন মুলার। ২০০৬ বিশ্বকাপে তাঁকে টপকে যান ব্রাজিলের রোনাল্ডো। আর, ২০১৪ বিশ্বকাপে রোনাল্ডোর রেকর্ড টপকে যান জার্মানিরই মিরোস্লাভ ক্লোজে।
গার্ড মুলার ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৮টি গোলের মালিক। আর ৭৪টি ইউরো ম্যাচে ৬৬টি গোল করেছেন তিনি। বুন্দেসলিগায় ৪৮৭ ম্যাচে তার গোল ৩৬৫টি।
বায়ার্নের হয়ে ৬০৭টি ম্যাচে মোট ৫৬৬টি গোল করেছেন তিনি। গোটা ফুটবল ক্যারিয়ারে দেশ এবং ক্লাব মিলিয়ে মোট ৭৮০টি ম্যাচে ৭১১টি গোল করেছেন মুলার।
বায়ার্নের হয়ে ১৯৭১-৭২ মরশুমে ৮৫টি গোল করেছিলেন তিনি, যা ইউরোপে দীর্ঘদিন রেকর্ড ছিলো। ২০১২ সালে সেই রেকর্ড ভেঙ্গে দেন লায়োনেল মেসি।
এছাড়া বুন্দেসলিগায় এক মৌসুমে ৪০টি গোলের রেকর্ডও টিকে ছিল দীর্ঘদিন। গত মৌসুমে সেই রেকর্ড ভেঙ্গে দেন পোলিশ তারকা বরার্তো লেভেনদোভস্কি।
১৯৮২ সালে ফুটবল ছেড়ে দেয়ার পর মাদকাসক্ত হয়ে পড়েন মুলার। ২০১৫ সালে তিনি দুরারোগ্য আলেজেইমার্সে আক্রান্ত হন তিনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলদাতাকে বলা হতো- ‘দ্য বোম্বার’ নামে।
একাত্তর/এআর