সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

রিকেলটনের সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিলো প্রোটিয়ারা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ আফিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আফগানদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এটি তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। 

শুক্রবার পাকিস্তানের করাচিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের প্রথম ৫ ওভারে ২৮ রানের ভালো সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার টনি ডি জর্জিকে ১১ রানে আউট করে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মোহাম্মদ নবি। 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে ১৪২ বলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়েন রিকেলটন। ব্যক্তিগত ৫৮ রানে বাভুমা আউট হয়ে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। ১০৬ বল খেলে ১০৩ রান করে রান আউট হন তিনি।

দলীয় ২০১ রানে রিকেলটন ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।  

৩টি চার ও ২টি ছক্কায় ডুসেন ৪৬ বলে ৫২ এবং ৬টি চার ও ১টি ছক্কায় মার্করাম ৩৬ বলে অপরাজিত ৫২ রান করেন। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন মার্করাম। 

বল হাতে আফগানিস্তানের নবি ২টি এবং ফজলহক ফারুকি-আজমতুল্লাহ ওমরজাই ও নূর আহমাদ ১টি করে উইকেট নেন।

আরবিএস
কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। গল টেস্টের মতো কলম্বোতেও টস জিতেছে বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে শুরুতে ব্যাট করার। 
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন...
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৪ রানে থেমেছে লিটন বাহিনী। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতে...
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত