সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

প্রোটিয়া তোপে ধরাশায়ী আফগানিস্তান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১০৭ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।  

শুক্রবার করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৩ ওভার ৩ বলে ২০৮ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।

৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ফেরেন দলীয় ৩৮ রানে। সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহিদীও হাল ধরতে পারেননি। ৩২ বলে ১৬ রান করে রান আউট হয়েছেন সেদিক। আর অধিনায়ক হাশমত আউট হয়েছেন শুন্য রানে। 

৫০ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই এবং রহমত শাহ। রাবাদার বলে রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ রান করেন আজমত। অভিজ্ঞ নবিও হাল ধরতে পারেননি। ৮ রান করে আউট হন মার্কো জেনসেনের বলে। ১৩ রান করে আউট হন গুলবাদিন নায়েব। 

১৩ বলে ১৮ রান করে বিদায় নেন রশিদ খানও। তবে শেষ পর্যন্ত লড়াই করে যান রহমত। শেষ উইকেটে নূর আহমেদের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি। সেঞ্চুরি করার সুযোগ পেলেও রাবাদার বলে ধরাশায়ী হয়েছেন তিনি। ৯ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৯০ রান করেছেন রহমত।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি ও উইয়ান মুল্ডার।  

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ৫ ওভারে ২৮ রানের ভালো সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ওপেনার টনি ডি জর্জিকে ১১ রানে আউট করে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মোহাম্মদ নবি। 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে ১৪২ বলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়েন রিকেলটন। ব্যক্তিগত ৫৮ রানে বাভুমা আউট হয়ে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। ১০৬ বল খেলে ১০৩ রান করে রান আউট হন তিনি।

দলীয় ২০১ রানে রিকেলটন ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।  

৩টি চার ও ২টি ছক্কায় ডুসেন ৪৬ বলে ৫২ এবং ৬টি চার ও ১টি ছক্কায় মার্করাম ৩৬ বলে অপরাজিত ৫২ রান করেন। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন মার্করাম। 

বল হাতে আফগানিস্তানের নবি ২টি এবং ফজলহক ফারুকি-আজমতুল্লাহ ওমরজাই ও নূর আহমাদ ১টি করে উইকেট নেন।

আরবিএস
কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। গল টেস্টের মতো কলম্বোতেও টস জিতেছে বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে শুরুতে ব্যাট করার। 
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন...
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৪ রানে থেমেছে লিটন বাহিনী। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতে...
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত