সত্য যাচাই-বাছাই না করেই দলবদল করা নিয়ে কথা বলায় চটেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, এই গুঞ্জন বাতাসে ছড়ানো মিডিয়া তাকে অসম্মান করছে, তাই তার নাম নিয়ে তিনি আর কাউকে খেলতে দেবেন না। সবশেষে সিআর সেভেন বলেছেন, কম কথা আর বেশি কাজই তার মন্ত্র।
জনসমুদ্রের বুকে মহানাবিক নেমে এলেন, হাত নাড়লেন; ভালোবাসায় সিক্ত হলেন; পিএসজির এই মেসি বরণ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে; ফুটবলের অ্যাকিলিসকে দিয়েছে তার যোগ্য সম্মান; বার্সায় ব্রাত্য হওয়া মেসি ফরাসি এই ক্লাবেই ফের রাজত্ব ফিরে পেয়েছেন।
মেসির প্যারিসে তরী ভেড়ানোর পর আরো একটা গুঞ্জন জোরালো; আকাশে বাতাসে সেই একটাই কথা রোনালদোকে নিয়ে আসছে পিএসজি। একই গ্রহের দুই সূর্যকে একসাথে দেখতে পেতে ভক্তরাও মুখিয়ে আছে।
এরপর শোনা গেছে ইংলিশ ক্লাব ম্যানসিটিও নাকি রোনালদোকে চায়। অনেক মাধ্যমে আবার খবর পুরনো ঘর রিয়াল মাদ্রিদেই নাকি ফিরছেন ক্রিশ্চিয়ানো, সব শুনেবুঝেও চুপ ছিলেন পর্তুগিজ সেইলর।
আরও পড়ুন: হারলে আছে গালি, জিতলে নেই তালি!
কিন্তু কতো আর চুপ থাকা যায়, গুজব আর গুঞ্জনেও তো ক্লান্ত লাগে। তাই এবার মুখ খুলেছেন সিআর সেভেন; জানিয়ে দিয়েছেন তিনি কম কথা আর বেশি কাজে বিশ্বাসী। মিডিয়াপাড়া আর মানুষজন তাকে নিয়ে যা রটাচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না।
ফুটবল পায়ে মাঠে ঝড়তোলা রোনালদো সোশ্যাল মিডিয়ায় দেয়া বিবৃতিতে জানালেন, এই গুঞ্জন তাকে অপমানিত করছে। খেলোয়াড় ও মানুষ হিসেবে তার যতোটুকু সম্মান পাওয়া উচিত,তার কিঞ্চিত দেয়া হচ্ছে না। উল্টো করা হচ্ছে অসম্মান।
সবশেষে ক্রিশ্চিয়ানোর সোজাসাপ্টা কথা, তার নাম নিয়ে তিনি কাউকে খেলতে দেবেন না। তাই ভেঙেছেন নীরবতা, কোনো রকম জড়তা ছাড়াই উগড়ে দিয়েছেন ক্ষোভ। সাথে বলেছেন মাঠে যেমন চ্যালেঞ্জ নেন, জীবনেও তিনি তেমন সব চ্যালেঞ্জ নিতে তৈরি আছেন।
একাত্তর/এসজে