সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

মেসি যুগের অবসানের পর বার্সার প্রথম হোঁচট

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৪৮ এএম

অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে প্রায় হারতেই বসেছিল মেসিবিহীন বার্সেলোনা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে পারলেও জয় নিয়ে আর মাঠ ছাড়া হয়নি। শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হলো স্প্যানিশ জায়ান্টদের।

বিলবাওয়ের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জয় দিয়ে আসর শুরু করার পর বার্সেলোনার এটিই প্রথম ড্র। অবশ্য এতে ফেভারিট হিসেবে মাঠে নামা বার্সার অনুরাগীদের মনে যে চোঁট লাগেনি এটা নিশ্চিত করে বলার উপায় নেই। 

করোনার যাতাকলে ৫৩৮ দিন পর সান মামেসে দর্শক ফেরার দিনে দুর্দান্ত খেলেছে বিলবাও। 

প্রথমার্ধ গোলশূন্য হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতে গোল খেতে বসেছিল বার্সেলোনা। পরাস্ত হয়েছিলেন বার্সা গোলরক্ষক নেতো। কিন্তু বেরেনগের নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আরাহো। 

অবশেষে ৫০তম মিনিটে সফল হয় বিলবাও। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মার্তিনেস।

সমতায় ফিরতে আক্রমণভাগ আরও ধারালো করতে ৬২তম মিনিটে সের্হি রবের্তো ও ইউসুফ দেমিকে নামান কোম্যান। 

image


৭৩তম মিনিটে ডি ইয়ংয়ের লব ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় বিলবাও। কিন্তু তার দুই মিনিট পরেই রক্ষা হয়নি আর।

রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বুলেট গতির শট নেন মেমফিস। গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি।

বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ডাচ ফরোয়ার্ড মেমফিসের এটিই প্রথম গোল।  

এর পর বাকি ১০ মিনিট দুদলই চেষ্টা করে যায়। কিন্তু জালের দেখা আর কেউ না পায়নি।

যোগ করা সময়ে নিকো উইলিয়ামসকে ফাউল করে লালকার্ড দেখেন গার্সিয়া। ফ্রি কিক থেকে তেমন কিছু করতে পারেনি বিলবাও।

রেফারির শেষ বাঁশিতে ১-১  ড্রয়ে খেলা শেষ হয়।

ড্র করলেও দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে বিলবাও ৯-এ।

ম্যাচ হাইলাইটস:


একাত্তর/এসি

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডার্বি বলতে এখন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথকেই বুঝায়। এই দুই মহাশক্তি আবারও মুখোমুখি বিশ্বকাপের বাছাই পর্বে। ম্যাচটিকে ঘিরে এরিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে, আর্জেন্টিনার...
রাত পোহালেই মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি নেয়া শেষ।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের একটি রাজনৈতিক শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা। পাশাপাশি সারজিসকে এর পরিষ্কার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত