অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে প্রায় হারতেই বসেছিল মেসিবিহীন বার্সেলোনা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে পারলেও জয় নিয়ে আর মাঠ ছাড়া হয়নি। শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হলো স্প্যানিশ জায়ান্টদের।
বিলবাওয়ের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জয় দিয়ে আসর শুরু করার পর বার্সেলোনার এটিই প্রথম ড্র। অবশ্য এতে ফেভারিট হিসেবে মাঠে নামা বার্সার অনুরাগীদের মনে যে চোঁট লাগেনি এটা নিশ্চিত করে বলার উপায় নেই।
করোনার যাতাকলে ৫৩৮ দিন পর সান মামেসে দর্শক ফেরার দিনে দুর্দান্ত খেলেছে বিলবাও।
প্রথমার্ধ গোলশূন্য হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতে গোল খেতে বসেছিল বার্সেলোনা। পরাস্ত হয়েছিলেন বার্সা গোলরক্ষক নেতো। কিন্তু বেরেনগের নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আরাহো।
অবশেষে ৫০তম মিনিটে সফল হয় বিলবাও। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মার্তিনেস।
সমতায় ফিরতে আক্রমণভাগ আরও ধারালো করতে ৬২তম মিনিটে সের্হি রবের্তো ও ইউসুফ দেমিকে নামান কোম্যান।
৭৩তম মিনিটে ডি ইয়ংয়ের লব ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় বিলবাও। কিন্তু তার দুই মিনিট পরেই রক্ষা হয়নি আর।
রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বুলেট গতির শট নেন মেমফিস। গোলরক্ষক হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি।
বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ডাচ ফরোয়ার্ড মেমফিসের এটিই প্রথম গোল।
এর পর বাকি ১০ মিনিট দুদলই চেষ্টা করে যায়। কিন্তু জালের দেখা আর কেউ না পায়নি।
যোগ করা সময়ে নিকো উইলিয়ামসকে ফাউল করে লালকার্ড দেখেন গার্সিয়া। ফ্রি কিক থেকে তেমন কিছু করতে পারেনি বিলবাও।
রেফারির শেষ বাঁশিতে ১-১ ড্রয়ে খেলা শেষ হয়।
ড্র করলেও দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে বিলবাও ৯-এ।
ম্যাচ হাইলাইটস:
একাত্তর/এসি