সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
 

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:০৬ পিএম

ভয়ডরহীন ফুটবল খেলে সিঙ্গাপুরকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলো টিম বাংলাদেশ। স্টেডিয়ামে ছিলো দর্শকের জোয়ার। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, শেষ হাসি হেসেছে সিঙ্গাপুর। দ্বীপ দেশটির কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। 

সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার সং উয়ং ও ফরোয়ার্ড ইকশান ফান্ডি। আর বাংলাদেশের এক গোল পরিশোধ করেছেন রাকিব হোসেন। 

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে অনেকটা সময় আটকে রাখে বাংলাদেশ। আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে খেলা।  

ম্যাচের শেষভাগে বাংলাদেশ বেশ কয়েকটি কর্নার পেয়েও ম্যাচে ফিরে আসতে পারেনি। ইনজুরি টাইমের শেষ মিনিটে কর্নার থেকে মোরসালিনের ক্রসে তারিক কাজির হেড অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। আর এতেই ম্যাচের শেষ বাঁশি বাজে। শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। 

এই জয়ে চার পয়েন্ট নিয়ে বাছাইপর্বে সি-গ্রুপের টেবিলের শীর্ষে থাকলো সিঙ্গাপুর। হংকং আজ ভারতকে ১-০ গোলে পরাজিত করে দুই ম্যাচে সিঙ্গাপুরের সমান চার পয়েন্ট অর্জন করেছে। 

এর আগে ৮ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি হাতছাড়া করে সিঙ্গাপুর। বামদিক থেকে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রোতে জর্ডান এমাভিউর হেডে সং উয়ং ফাঁকা পোস্টে বল জালে জড়াতে ব্যর্থ হয়। ১৫ মিনিটে শাকিলের ক্রসে রাকিব পা ছোঁয়াতে ব্যর্থ হন। 

৩০ মিনিটে ইকশান ফান্ডির শট একহাতে রুখে দেন গোলরক্ষক মিতুল মার্মা। 

৩১ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে শামিতের দুর্দান্ত পাসে রাকিব গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। 

৩৩ মিনিটে মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়া ফাহমিদুলকে পিছন থেকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড পান ডিফেন্ডার রায়হান। হামজার ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে আবারো শমিতের পাসে ফাহমিদুল দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে শট নিতে ব্যর্থ হন। 

৪৫ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রো থেকে হারিস হারুনে শটে মিতুল ফিস্ট করলে সেই বল আবারও পেয়ে যান হ্যারিস। তার ক্রসেই সংয়ের ডান পায়ের ভলিতে এগিয়ে যায় সিঙ্গাপুর।

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচের প্রথম কর্নার পেয়েছিলো বাংলাদেশ। শমিত সোমের কর্নার থেকে তপু বর্মনের হেডে আবারও কর্নার পায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত কর্ণারের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।  

বিরতির পর তারিক কাজিম শাহর জায়গায় মাঠে নামেন শাহরিয়ার ইমন। ৫৯ মিনিটে হামি সাইহানের শট মিতুল মার্মা রুখে দিলে ফিরতি বলে ফান্ডি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।  

৬৬ মিনিটে হামজার থ্রুতে রাকিব এক গোল পরিশোধ করলে বাংলাদেশ লড়াইয়ে ইঙ্গিত দেয়। রাকিবের গোলে স্টেডিয়াম ভর্তি ২১ হাজার দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ম্যাচে ফিরে আসার লক্ষ্যে ৭৩ মিনিটে জোড়া পরিবর্তন করে বাংলাদেশ। হৃদয়ের স্থানে আলআমিন ও শাকিলের জায়গায় মোরসালিনকে নামানো হয়। শেষ ২০ মিনিটে অনেকটাই একপেশে ম্যাচ খেলে সিঙ্গাপুরের রক্ষণভাগ ব্যস্ত করে তুললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। 

আজকের দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো। কারণ এই ম্যাচের আগে গ্রুপ ‘সি’-তে থাকা ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ এই চার দলেরই সংগ্রহ ছিলো সমান ১ পয়েন্ট করে। ঘরের মাঠে এই ম্যাচে জয়ী হয়ে বাংলাদেশের সামনে সুযোগ ছিলো টেবিলের শীর্ষে ওঠার। 

আন্তর্জাতিক পর্যায়ে এনিয়ে তিনবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে তিনবারই জয়ী হয়েছে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে বাংলাদেশ জয়হীনই থাকলো। তবে সাম্প্রতিক ফর্মে হামজা শমিত, ফাহমিদুলদেও নিয়ে গড়া বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা একটু বেশি ছিলো। যা পূরণ হয়নি ঠিকই, কিন্তু স্টেডিয়াম ভর্তি দর্শকের উপস্থিতি, পাশাপাশি নতুন চেহারার দল, সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলের নতুনভাবে শুরুর আশা করাই যায়।  

আরবিএস
মধ্যরাতে মহাকাব্যিক সংবর্ধনা পেলো ইতিহাস তৈরি করা নারী ফুটবলাররা। এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বর্ণিল আয়োজনে ঋতুপর্ণা-আফিদাদের বরণ করে নেয়া হলো।
প্রতিশোধ নেয়া হলো না, কোনোমতে প্রাণ আর মান বাঁচালো আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়ে আলমাদার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান...
গোল করে ছুটে গিয়ে আনচেলোত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিশিয়াস জুনিয়র,  প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল, নয়া কোচ পেলেন পয়লা জয়ের স্বাদ।
এ যেন এক নয়া জামানার ডাক, নতুন কেতন নতুন চেতনে ঘুরে দাঁড়ানো এক বাংলাদেশ। ক্রিকেটের ঝিমিয়ে পড়ার দিনে ঘরের চালে টুপটাপ বৃষ্টির মতো স্নিগ্ধতা নিয়ে হাজির হয়েছে ফুটবল। কোমল মিহি সুখের ভেতর লাগছে তুমুল...
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত