করোনাকালে কঠিন প্রটোকল, বায়ো-বাবলে জাতীয় দল বাদে বাকি ক্রিকেটারদের জন্য প্রায়ই বন্ধ থাকে মিরপুর শেরে বাংলার সুযোগ সুবিধা।
পাইপলাইনের খেলোয়াড়দের জন্যে ঢাকার বাইরে একাধিক অ্যাকাডেমি গড়ার চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিলেটে পূর্নাঙ্গ ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন হলেও, ডরমেটরি ভবন নির্মাণের কাজ এখনো শুরু করেনি জাতীয় ক্রীড়া পরিষদ।
দেশে কি বিদেশে, প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই জমাট প্রস্তুতি। হোম অব ক্রিকেট মিরপুরে আছে তৈরি হওয়ার সব সুযোগ-সুবিধা।
অ্যাকাডেমি ভবন, আউটডোর, ইনডোর সুবিধা। ভিন্ন ভিন্ন দল, নানা বয়সীদের দেখা মেলে বছর জুড়েই। দেশের ক্রিকেটটা মিরপুর কেন্দ্রিক, কথাটা সবার মুখে মুখে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে আফগানদের থেকে পিছিয়ে টাইগারা!
এর সুফল কি পাচ্ছে বাংলার ক্রিকেট? অন্তত করোনা মহামারী পাল্টে দিয়েছে সব সমীকরণ। আন্তর্জাতিক সিরিজ এলে থাকে বায়ো-বাবল।
মিরপুরে অনুশীলন করতে ব্যর্থ পাইপলাইনের ক্রিকেটাররা। আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ায় ধীরগতি; পাশাপাশি ঢাকার বাইরে অ্যাকাডেমির অভাবটা ভালোই টের পাচ্ছে বিসিবি।
প্র্যাকটিস ফ্যাসিলিটিসের ঘাটতি কাটতে পারে, সবুজের সমারোহে পাহাড়ে ঘেরা অপরূপ সৌন্দর্য সিলেটে। মূল মাঠের পাশে চলতি বছরের শুরুতে দাঁড়িয়ে গেছে আউটার স্টেডিয়াম।
পূর্নাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন হলেও, প্রতিশ্রুত আবাসন ব্যবস্থায় এখনো হাত দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ।
অক্টোবরে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। নতুন কমিটির প্রথম লক্ষ্য হওয়া উচিত, দ্রুতই আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়া, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
একাত্তর/এসজে