চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই থাকছে জমজমাট বিগ ম্যাচ। গেলোবারের সেমিফাইনালে যে ম্যান সিটির সাথে হেরে বিদায় নিয়েছিল পিএসজি, এবার তাদের দেখা হচ্ছে এ-গ্রুপের ম্যাচে।
একই সাথে বার্সেলোনার সাবেক গুরু পেপ গার্দিওলার বিপক্ষে বর্তমান পিএসজি তারকা লিওনেল মেসির লড়াইও উত্তেজনার পারদ চড়িয়ে দিচ্ছে আরো ওপরে।
আর জুভেন্তাস ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যান সিটিতে নাম লেখালে তো কথাই নেই। এ কারণেই মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনাও বেড়েছে।
এছাড়া ই-গ্রুপে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ, এইচ-গ্রুপে চেলসি-জুভেন্তাস আর ডি-গ্রুপে রিয়াল মাদ্রিদ-ইন্টার মিলান ম্যাচের দিকেও থাকছে বাড়তি নজর।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইস্তাম্বুলে ইউরো ক্লাব ফুটবলের এই অভিজাত আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ৩২ দল ভাগ হয়েছে আটটি গ্রুপে।
৩২ দলের কে কোনো গ্রুপে
এ-গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লিপজিগ, ক্লাব বুর্গ
বি-গ্রুপ: অ্যাতলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান
সি-গ্রুপ: স্পোর্টিং, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস
ডি-গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, সেরিপ ট্রিপাসল
ই-গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ
এফ-গ্রুপ: ভিলা রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতলান্তা, ইয়াং বয়েস
জি-গ্রুপ: লিলে, সেভিয়া, রেড বুল সালসবুর্গ, উলফসবুর্গ
একাত্তর/এআর