রোনালদোর নাম শুনেই বেড়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটডের শেয়ার দাম। ওকেই তাই সর্বোচ্চ বেতন দিচ্ছে ক্লাবটি। পর্তুগিজ এই নাবিকের জন্য নাম্বার সেভেনটাও ছেড়ে দিচ্ছেন এডিনসন কাভানি।
পর্তুগিজ নাবিকের তুরিনের বন্দর ছেড়ে যাবার দুদিন না পেরুতেই লজ্জায় বিষে নীল হয়েছে ওল্ড লেডি, ঘরে মাঠেই লিগে নবাগত দল এম্পোলির কাছে য়্যুভেন্তাস হেরে বসেছে।
ডুবন্ত য়্যুভের বিপরীত চিত্র ম্যানচেস্টারের বুকে, ওরা আবার নতুন স্বপ্ন ফেরানোর নেশায়; এমন সুখের বৃষ্টিতে ভিজতে চায়; রেড ডেভিলদের এবারের হাতিয়ার ক্রিশ্চিয়ানো।
রোনালদোর হাত ধরেই এমন সুখের বৃষ্টি এসেছিল লাল বাহিনীর দুর্গে; চ্যাম্পিয়ন্স লিগে হেসেছিল ম্যানচেস্টার; তারপর আর কোনো দিন এমন সুখের দেখা পায়নি এই ইংলিশ শহর।
সেই সুখ ফেরানোর মিশনে মাঠে নামা হয়তো এখন সময়ে ব্যাপার; সাদা কালোর স্মৃতি মুছে ঘরে ফেরা রোনালদোও হয়তো সেদিকেই মন দেবেন; তবে একটা দুঃখ তার থেকে গেল বৈকি।
যে রোনালদোর দাপটে এখনো বিশ্ব কাঁপে, যাকে দলে টানতে কদিন আগেও মুখিয়ে থাকতো বহুদল; সেই রোনালদোকেই নাকি এবার দল পেতে ঘুরতে হয়ে দ্বারে দ্বারে, ম্যানসিটির টালবাহানাটাও তো অনেকের কাছে দৃষ্টি কটু ঠেকেছে।
তারপরও সুখের খবর ওই, মেসির মতো রোনালদোকে গায়ের নাম্বারটা অন্তত বদলাতে হচ্ছে না। কাভানি নাকি এই সহযোদ্ধার জন্য নাম্বার সেভেনটাই ছেড়ে দিচ্ছেন, তাই সিআর সেভেনই থাকছেন ক্রিশ্চিয়ানো।
এদিকে বেতনের দিক থেকেও সবার ওপরেই রোনালদোকে রেখেছে মানইউ, সপ্তাহে এই পর্তুগিজ পাবেন চার লাখ আশি হাজার পাউন্ড; আসলে সোনার ডিম পাড়া হাসকে যত্ন না করে উপায় কী; ওর জন্যই তো বেড়েছে রেড ডেভিলদের শেয়ারের দাম।
একাত্তর/ এনএ