সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

বিফলেই গেলো বিরাটের শতরান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম

সমর্থকদের জন্য ডাবল ধামাকা। আইপিএলের ১৯ তম ম্যাচে এসে জোড়া সেঞ্চুরির মুখ দেখলো সমর্থকরা। তবে সেঞ্চুরি করে জস বাটলার দলকে জেতাতে পারলেও, বিফলেই গেলো বিরাট কোহলির শতরান। সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়, কোহলি ধীরগতির সেঞ্চুরির কারণেই নাকি হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

দুই শেয়ানের মহা লড়াই দেখলো ক্রিকেট বিশ্ব। বিরাট কোহলির সেঞ্চুরির জবাবটা জস বাটলার দিলেন ওভারবাউন্ডারিতে সেঞ্চুরি করে সাথে রাজস্থানের চারে চার ম্যাচ জিতিয়ে। এবারের আইপিএলের প্রথম দু’টি শতরান এলো কিনা একই ম্যাচে। রোজ রোজ কি আর এমন ডাবল ডেকার সেঞ্চুরির রাত মেলে?

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কিং কোহলি। ২৪২ ম্যাচে তার শতক ৮টা। ৭ শতক নিয়ে ক্রিস গেইল আছেন দুই নম্বরে আর তিন নম্বরে জস বাটলার। ১০০ ম্যাচে ৫ শতক তার।

সাদা চোখে ৭২ বলে ১১৩ রানের ইনিংসটা যতটা ঝকঝকে আদতে কিন্তু ততটা নয়। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সবথেকে স্লো গতির শতরান করেছেন কোহলি।

২০০৯ সালে সবশেষ ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মনীশ পাণ্ডে। ৬৬ বলে সেঞ্চুরি করেছেন তিনজন। শচীন টেন্ডুলকার, ডেভিড ওয়ার্নার আর জস বাটলার।

আর তাইতো সমালোচকরা মেতেছেন তার ঢিমেতালের ইনিংসের সমালোচনাতে। নয়া যুগের টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে নাকি কোনোভাবেই যায় না কোহলির এই ইনিংস।

রব উঠেছে, ‘কোহলি কি রান মেশিন নাকি স্লো মেশিন’। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়... দলের জন্য নয় বরং কোহলি বরাবরের মতো খেলেছেন নিজের জন্য, স্বার্থপরের মতো। নিজের সেঞ্চুরির কথা ভেবে ডেথ ওভারে কোহলি নাকি ব্যাট চালিয়েছেন ঢিমেতালে।

কোহলির ধীরগতির ইনিংসের ব্যাখ্যা অবশ্য নিজেই দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার।

রাজস্থান মাঠে নামার আগ পর্যন্ত কোহলি ছিলেন ঠিকঠাক। তবে জস বাটলারের ১৭২ স্ট্রাইক রেটে ৫৮ বলের ঝোড়ো শতরানের সামনে ফিকে হয়ে গেলো সব। একদিকে, আইপিএলে নিজের ১০০তম ম্যাচে ১০০ রান করে দলকে জেতালেন ইংলিশ অধিনায়ক। আইপিএলে পিংক প্রমিজ ডেতে রাজস্থানের চারে চার জয়।

বিপরীতে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে কোহলির দল। এ নিয়ে তৃতীয়বার কোহলি সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না। এ জন্যই তো বলে স্লো এন্ড স্টেডি যাই হোন না কেনো দিনশেষে রেসটা জিততে হবে দলের জন্য। নয়তো কাজে আসবে না কোনো স্ট্র্যাটেজি। 

এবারই প্রথম নয় গেলো ওডিআই বিশ্বকাপেও ধীরগতির সেঞ্চুরির কারণে সমালোচনার স্বীকার হয়েছিলেন বিরাট কোহলি। অনেকেই বলছেন কোহলি কেবল নিজের ক্যারিয়ারকেই সমৃদ্ধ করে চলেছেন তাইতো ভারতের এই ট্রফি খরা!

একাত্তর/আরএ
আইসিসি র‍্যাংকিংয়ে টপ ফাইভে আবারও ঢুকে পড়েছেন বিরাট কোহলি। সেই সুবাদে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের টপ অর্ডারে খেলা তিন জনই আছেন সেরা পাঁচে। ইনফর্ম এই ভারত কি তবে সত্যিই পাকিস্তানের আয়োজনে এসে...
বিশ্বের সবচেয়ে জমকালো আর ধনাঢ্য ক্রিকেট আসর হিসাবে খ্যাত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হবার কৃতিত্ব এখন দেশটির জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত।
নতুন ঠিকানায় ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল ভারতের সাবেক হেড কোচ রাহুল দ্রাবিড়। তাকে আনুষ্ঠানিকভাবে রাজস্থান রয়্যালসের (আরআর) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 
আইপিএলে চেন্নাই সুপার কিংসের চার রিটেইন প্লেয়ার লিস্টে নেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম। এমনকি সেখানে নেই এমএস ধোনির নামও। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত