প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২২৭ রান। মঙ্গলবার (২৯ এপ্রিল) নতুন দিনে এক বলেই থামে জিম্বাবুয়ে। আগের দিন শেষ বিকেলে অলআউট করা না গেলেও আজ দিনের শুরুর বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। ফলে তাইজুলের নামের পাশে এখন ৬ উইকেট।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে পুরোনো স্মৃতি ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আছে সম্ভাবনাও।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার দুই বলে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ২২৭/৯) ৯০.১ ওভারে ২২৭ (সিগা ১৮*, মুজারাবানি ২; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭.১-৬-৬০-৬, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩৮/০।