সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

বাংলাদেশের হার, এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:০৬ এএম

লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৪ রানে থেমেছে লিটন বাহিনী। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতে ট্রফি নিশ্চিত করলো পাকিস্তান। 

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে বোলিং করে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-২০ ম্যাচে ছয় উইকেট হারিয়ে ২০১ রান তোলে স্বাগতিকরা। 

এদিনও শুরুতে পাকিস্তানের ওপেনার সাঈম আইয়ূবকে তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করে বড় রানের পথ তৈরি করেন শাহিবজাদা ও হারিস। 

তিনে নামা উইকেটরক্ষক ব্যাটার হারিস ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। ফখর জামানের জায়গায় একাদশে ঢুকে শাহিবজাদা দুই জীবন পেয়ে ৭৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি ছক্কার সঙ্গে চারটি চারের শট আসে। গত ম্যাচে দারুণ ব্যাটিং করা হাসান নওয়াজ এদিন ফিফটি তুলে নেন। তার ব্যাট থেকে ২৬ বলে ৫১ রানের হার না মানা ইনিংস আসে। 

জবাব দিতে নেমে ওপেনার তানজিদ তামিম ভালো শুরু করেন। তিনি ৪.৩ ওভারে দলের ৪৬ রানে আউট হন। এর মধ্যে ১৯ বলে ৩৩ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন। তিনি আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫৬ রানে ৫ উইকেট হয়ে যায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন লিটন দাস (৬), তাওহীদ হৃদয় (৫) ও জাকের আলী (০)।

এর মধ্যে বাজে শট খেলে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ওই ধাক্কা আর সামলে ওঠা হয়নি। 

হারের ব্যবধান কিছুটা সম্মানজনক করেছেন মেহেদী মিরাজ ও তানজিম সাকিব। এর মধ্যে শেখ মাহেদীর জায়গায় খেলা মিরাজ ১৭ বলে ২৩ রান করেন। তানজিম ৩১ বলে ৫০ রান করে আউট হন। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন।  এক ওভার থাকতেই তাই অলআউট খেলা হয় বাংলাদেশের নামের পাশে। 

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ। তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন শাদাব, খুশদীল, সাঈম, হাসান আলী, ফাহিম আশরাফ ও হরিস রউফ।

একাত্তর/এসি
রানের খাতা খোলার আগেই নেই তিন উইকেট। এরপর সাত রাত করতে নেই আরও দুই উইকেট। শেষমেশ ২৭ রানেই অলআউট।
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। গল টেস্টের মতো কলম্বোতেও টস জিতেছে বাংলাদেশ, সিদ্ধান্ত নিয়েছে শুরুতে ব্যাট করার। 
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র করলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন...
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত