কাতার বিশ্বকাপের পর এবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও মেসিদের দখলে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে ছন্দপতন হওয়া ব্রাজিল র্যাঙ্কিংয়ে আরও পিছিয়েছে।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) পুরুষদের তালিকায় ব্রাজিল এখন পাঁচে। একে থাকা আর্জেন্টিনার পর রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। বেলজিয়াম রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
ইংল্যান্ড ও বেলজিয়াম এক ধাপ করে এগিয়েছে।
এরপর সেরা দশে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া। এর মধ্যে ডাচরা একধাপ এগিয়েছে, পর্তুগাল ছয় থেকে নেমে গেছে সাতে। আগামী বছরের ইউরোর আয়োজক জার্মানি র্যাঙ্কিংয়ে আছে ১৬ তে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৮৩তম অবস্থানে। গত ২১ সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ে ১৮৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২৬ অক্টোবরের র্যাঙ্কিংয়ে ১৮৩তম অবস্থানে ওঠে হ্যাবিয়ের ক্যাবরেরার দল। লেবাননের বিপক্ষে ঘরের মাঠে সমতা করে ওই অবস্থান ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।