সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

যে কারণে দেশে ফিরলেন না ফাহমিদুল

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত ফাহমিদুল ইসলাম। 

হামজা চৌধুরীর পর ফাহমিদুলকে নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। ক্যাম্পে থাকলেও দলের সাথে কেনো ফিরলেন না তিনি? ভেতরের খবর জেনেছে খেলাযোগ।

ফাহমিদুল ইসলাম মুলত একজন লেফট উইংগার। স্ট্রাইকিং পজিশনে খেলে থাকেন। এছাড়া তিনি ইতালির ফর্থ টায়ার লিগের দল ওলবিয়াতে লেফট মিডফিল্ডে খেলেন। লেফট ব্যাক কিংবা লেফত উইং ব্যাকেও খেলতে পারদর্শী ফাহমিদুল। এতো প্রতিভা থাকার পরেও কেনো নেই তিনি? 

আসল কারণ দলের সাথে কোপআপ না করতে পারা। কোচ কাবরেরা ক্যাম্পে তাকে তার তিন পজিশনেই খেলিয়েছেন। তবে এখনো দলের সাথে মানিয়ে খেলতে পারছেন না। যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচের আগে সময় খুবই কম তাই তাকে আপাতত রাখা হচ্ছে না পরিকল্পনায়। কিন্তু বয়সে অল্প হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাকে রাডারে রাখছে বাফুফে। 

কোচ কাবরেরা বলেছেন, সে ইতালি চলে গেছে। আমাদের ক্যাম্পে দারুণ সময় কেটেছে। কিন্তু সে এখনো অনেক তরুণ। দলের সাথে মিলে খেলতে আরো প্রস্তুত হতে হবে। তার আরো সময়ের প্রয়োজন। 

ফাহমিদুল দলে না থাকলেও হামজা চৌধুরীকে নিয়ে বেশ উচ্ছসিত কোচ কাবরেরা। হামজা যে ইমপ্যাক্টফুল প্রভাব রাখবে তা ভালোই জানেন কোচ। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আভাসও দিয়েছেন বাংলাদেশের এই কোচ। 

কাবরেরা বলেন, হামজা ইউরোপের টপ প্লেয়ার, প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার সুতরাং সে দুদলের পার্থক্য গড়ে দেবেন। ছেত্রীকে ফেরানোটা বেশ চমকপ্রদ। আমি বলবো আমরা ভালো দল। দিন দিন আমরা উন্নতি করছি। আশা করছি একটি ফিফটি ফিফটি ম্যাচ হবে নিয়মিতই হামজার সাথে যোগাযোগ করছেন তিনি। ভারত বধে দিচ্ছেন নানান টিপস। দলের কন্ডিশন সম্পর্কেও জানিয়ে রাখেছেন তিনি। 

কোচ কাবরেরা বলেন, অবশ্যই হামজার সাথে আমার কথা হচ্ছে। শেফিল্ডে যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখনও আমাদের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিলো। সে জানে দল তার কাছে কি চায় এবং ম্যাচ কন্ডিশনে তার কি করতে হবে। হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে । 

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। তার আগে ঢাকাতেই হামজা চৌধুরী যোগ দিচ্ছেন দলের সাথে। ফাহমিদুল না থাকলেও, রাকিব মোরসালিন, আল আমিনরা ফরোয়ার্ড লাইন সামলে নেবেন তা বলাই যায়। এখন অপেক্ষা এক দুর্দান্ত ম্যাচের। 

একাত্তর/এসি
এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি।
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত