১১ ঘণ্টা পর ঢাকা বিভাগে মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হয়েছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মুঠোফোনে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বিকাল ৪টা থেকে ঢাকায় ইন্টারনেট সেবা চালু পুনরায় হয়। এরপর সাড়ে ৪টা থেকে ঢাকায় গ্রাহকেরা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হবে বলে জানা গেছে।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ সকাল থেকেই মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে সমস্যায় পড়েন গ্রাহকরা। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পেতে ব্যর্থ হন।
আরও পড়ুন: আফগানিস্তানে জুম্মায় মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
একাত্তর/এসএ