কম বাজেটের ভোক্তাদের জন্য মাঝেমাঝেই অপেক্ষাকৃত কম দামের আইফোন বাজারে এনে থাকে অ্যাপল।
এবছরের প্রথম প্রোডাক্ট ইভেন্টে কোম্পানিটি তাদের নতুন চারটি পণ্য বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে তুলনামূলক সস্তা আইফোন এসই'র সর্বশেষ মডেল।
মঙ্গলবার (৮ মার্চ) অ্যাপলের সিইও টিম কুক আইফোন এসই, আইপ্যাড এয়ার, ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং নতুন ম্যাক চিপ উন্মোচন করেন। এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এসই।
২০১৭ সালে প্রথম বাজারে এসেছিলো আইফোন এসই। এবছরের মডেলটি এর তৃতীয় সংস্করণ। অ্যাপলের সবশেষ এবং সর্বোচ্চ গতির এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে এতে।
চার দশমিক সাত ইঞ্চি ডিসপ্লের আইফোন এসই পাওয়া যাবে তিনটি রঙে- মিডনাইট ব্ল্যাক, স্টারলাইট হোয়াইট এবং লাল।
তবে এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হতে পারে ৫জি সক্ষমতা, যার ফলে ব্যবহারকারীরা আরও দ্রুতগতির তারবিহীন নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন।
তবে এই সুবিধার জন্য এর দামও আগের সংস্করণের তুলনায় কিছুটা বেড়ে গেছে। এর জন্য ক্রেতাকে গুনতে হবে চারশ' ২৯ মার্কিন ডলার, যা ২০২০ সালের আইফোন এসই'র দামের চেয়ে ৩০ ডলার বেশি।
তারপরও এই দাম সর্বশেষ আইফোন ১৩ সিরিজের ফোনের তুলনায় সাড়ে তিনশ' থেকে সাতশ' ডলার কম।
মহামারির সময়ে অনেক মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ফলে তুলনামূলক সস্তা এই আইফোনের প্রতি অনেকেই আকৃষ্ট হবেন বলে বিশেষজ্ঞদের ধারণা। সাধারণত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে দুয়েক বছর পরপর এই সস্তা মডেলগুলো বাজারে আনে অ্যাপল।