সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ফেসবুক ও সিসিএবি’র প্রশিক্ষণ

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১০:০৮ পিএম

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ফেসবুক ও ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ’ (সিসিএবি) নিয়ে এসেছে অনলাইন নিরাপত্তা, ফেসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের ধারণা বিষয়ক প্রশিক্ষণ। ‘ফেসবুক ফান্ডামেন্টালস্‌ ফর নিউজ’ শীর্ষক এ উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে কলম্বোভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ (সিআইআর)। মোবাইল প্ল্যাটফর্ম ‘বিগস্প্রিং’ অ্যাপের মাধ্যমে ‘ফেসবুক জার্নালিজম প্রজেক্ট’ এর আওতাধীন এ প্রশিক্ষণটি ডিজিটালি পরিচালিত হবে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন হয়। 

পরে সিসিএবি এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরে এক হাজার সাংবাদিককে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে ওই কর্মসূচির আওতায়। মোবাইলভিত্তিক এ প্রশিক্ষণ ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই হবে। ওয়েব ও মোবাইল দুই মাধ্যমেই এতে অংশ নেয়া যাবে। অ্যাপেল ও অ্যান্ড্রয়েড দুই ধরনের ফোনের মাধ্যমেই সাংবাদিকরা এই প্রশিক্ষণের রেজিস্ট্রেশন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ‘বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতা এবং সাংবাদিকদের টুলস ও প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশের (সিসিএবি) নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, ‘প্রশিক্ষটি সারাদেশে রিপোর্টিংয়ের ভীত শক্তিশালী করতে সাহায্য করতে পারে।’

সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর) এর নির্বাহী পরিচালক দিলরুকশি হান্দুনেত্তি বলেন, ‘এই উদ্যোগটি পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে।’

বিগস্প্রিং-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভক্তি বিথালানি বলেন, ‘আমরা এমন একটি মোবাইল প্ল্যাটফর্ম করেছি যা বাংলাদেশে সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা আরও বাড়াবে।’

ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স ইউনিটের (ইউএসএআইডি বাংলাদেশ) ডিরেক্টর রেনডেল ওলসন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপাক জুড জেনিলো । 

একাত্তর/আরএইচ

প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল...
টেক্সাস থেকে মহাকাশযাত্রা করার আট মিনিটের মাথায় স্পেসএক্সের স্টারশিপ ভেঙে পড়েছে।
ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা। 
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে...
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত