আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত চলছে বলে মনে করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, এমপি।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সমর্থন করে নাই, সেই আন্তজার্তিক গোষ্ঠি, তাদের নিজস্ব দালালেরা ৭৫রে জাতিক জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে ও ২১শে গ্রেনেড হামলা করেছিলো। আজকেও তারা সেই কাজ করতে চায়।
রোববার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউনহল মুক্ত মঞ্চে মহানগর আওয়ামীলীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণজমায়েত অন্যন্যের বক্তৃব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.জহিরুইসলাম সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর ,আতিকুল্লাহ খোকন ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার,যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের রসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জুয়েলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ।
এর আগে বেলা সাড়ে ৩টা থেকে নগরের ২৭টিওয়ার্ড থেকে মহানগর আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,যুবমহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলসহকারে টাউনহল মাঠে গণজামায়াতের যোগ দেন।
এছাড়াও কুমিল্লায় দিনব্যাপী আলোচনাসভা ,দোয়া মোনাজাত, গণজামায়েত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
একাত্তর/এসএ