পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক কালভার্ট এলাকায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজীকে (৪২) আটক করেছে পুলিশ।
শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কালভার্ট এলাকায় দুইদিন আগে ওই বাসায় ভাড়ায় ওঠে ইসতিয়াক। শনিবার বেলা একটার দিকে শিশুটির বাবা তার কাছে পানি খেতে চেয়ে ঘরের বাইরে যায়।
শিশুটি ঘরে পানি না পেয়ে ভাড়াটিয়ার বাসায় যায় পানি আনতে। এসময় ইসতিয়াকের বউ ঘরে না থাকার সুযোগে সে তাকে জোড়পূর্বক রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় সে। এসময় শিশুটি সেখান থেকে পালিয়ে তার মাকে বিষয়টি জানালে তার মা পুলিশকে খবর দেয়। ঘটনার সাথে সাথেইঅভিযুক্ত ইসতিয়াক গাজীকে আটক করে থানায় নেয় পুলিশ।
শিশুটির মা জানান, শিশুটি পৌর শহরের ৯নং ওয়ার্ডে একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে।
একাত্তর/ এনএ