সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম

বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বরগুনা পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আসমা বেগম (৩৫)। বেতাগীর কাজিরাবাদ এলাকার ইউনুস হাওলাদারের মেয়ে আসমা পূবালী ব্যাংক বরগুনা শাখার কর্মচারী ছিলেন। অভিযুক্তর নাম আবুল কালাম (৩৮)। ওই দম্পতির সন্তান দুটির বয়স ১২ ও পাঁচ।

নিহত আসমা বেগমের মেয়ে জানায়, বিকালে তাদের কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বাবা আবুল কালাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। 

প্রতিবেশীরা জানান, শিশুদের চিৎকার শুনে তারা রক্তাক্ত অবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক হিমেল পাল বলেন, আসমার শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। 

এই ঘটনায় অভিযুক্তর সবোর্চ্চ শাস্তি দাবি করেছেন আসমার স্বজনরা। আসমার ভাই জুবায়ের হোসেন বলেন, আমার বোনকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। কমপক্ষে ২০টি কোপ দিয়েছে। আমরা আবুল কালামের ফাঁসি চাই। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করেছে আবুল কালাম। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে অধিকতর তদন্তের স্বার্থে সোমবার আদালতে রিমান্ড চাইবে পুলিশ।

একাত্তর/এসি
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন...
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত