সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী জিম্মি করে ডাকাতি

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:১১ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে নারীসহ অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই  প্রবাসী ও স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নিয়েছে। ডাকাতদের ধাওয়া করায় গোড়াই হাইওয়ে থানার রেকারের এক সহকারীকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি মাইক্রোবাস, বিভিন্ন অস্ত্রসহ প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করেছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্দান প্রবাসী। তিনি শুক্রবার ঢাকায় বিমানবন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। এতে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের গাড়ি ওই এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস এসে তাদের গতিরোধ করে। এময় ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, পুলিশের হাতকড়া, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। তারা সবাইকে জিম্মি করে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে নেয়। তারা চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। গুলিতে তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা পালিয়ে যায়। 

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ ও সুমাইয়ার অভিযোগ, তাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও সহকারী জুয়েলকে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসিটি বিভিন্ন এরাকায় তাদের ঘুরিয়েছে। তাদের দাবি, ডাকাতির সঙ্গে ওই দুই জন জড়িত। 

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাথাড়ি গুলি ছুড়েছে। গুলি তার হাতে লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচেছেন।

মির্জাপুর থাবার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েস ও প্রবাসীর মাইক্রোবাসসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
ঈদযাত্রায় উত্তরবঙ্গের লেনে গাড়ি চাপ বাড়লে ঢাকামুখী গাড়ির জন্য বিকল্প ভাবছে টাঙ্গাইলের পুলিশ। তারা বলছেন, যদি ওই লেনে গাড়ি চাপ থাকে তাহলে ভুয়াপুরের গোল চত্বরে থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকামুখী...
কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতি করতে যাওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এ...
টাঙ্গাইলে জর্ডান থেকে ফেরত এক নারী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুট হওয়া তিনটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত