সিলেট ও সুনামনগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দিয়ে চোরাচালনকালে বিপুল মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, ক্রিম, জিরা, কম্বল, ফুচকা, মদ, গরু, চিনি ইত্যাদি। এসময় মালামাল বহনে অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়।
জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি ২২ লাখ টাকা জানিয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, বিজিবির ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। দেশের সীমান্ত নিরাপদ রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।