আইন ও বিচার বিভাগের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. গোলাম রব্বানী।
আর আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্বে থাকা মো. গোলাম সারওয়ারকে সরিয়ে একই বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার আলাদা দুটি আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন আইনসচিবের দায়িত্ব পাওয়া গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।
এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান।
বিসিএস ১৩তম ব্যাচের এই কর্মকর্তা আইন ও বিচার বিভাগে যুগ্মসচিব হিসেবে যোগদানের আগে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন।