জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার অধ্যাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন তরুণ ও মধ্য পর্যায়ের কর্মকর্তারা। আগামী তিন কার্যদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এসময় সেখানে কর ও শুল্ক ক্যাডারের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘোষণায় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা, বৃহস্পতিবার ১০টা থেকে ৩টা ও শনিবার ১০টা থেকে ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করা হবে। তবে বাজেট প্রণয়ন, আমদানি-রপ্তানি ও যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান তারা।
তাদের অভিযোগ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে অধ্যাদেশ রাতের আঁধারে জারি করা হয়েছে। এটি কার্যকর হলে রাজস্ব ব্যবস্থায় অভিজ্ঞ ও দক্ষদের মূল্যায়ন হবে না বলেও অভিযোগ করেন তারা।
এর আগে সোমবার (১২ মে) অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে।