ঈদে দুই দিন বন্ধ থাকার পর চলা শুরু করেছে মেট্রোরেল। শনিবার সকাল থেকে চলা শুরু করা মেট্রোরেলে রমজানের সূচি আর থাকছে না। ফলে আগের সূচিতে এক ঘণ্টা বাড়তি সময় আর থাকছে না।
মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছিলেন, রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের দিকে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সর্বশেষ ট্রেনটি আটটা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে। কিন্তু ঈদের পর আগের সূচিতে চলবে।
বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।