সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

বিমানবন্দরে দেয়াল ভেঙে ঢুকলো বাস, পিষে মারলো প্রকৌশলীকে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে বাস ভেতরে ঢুকে একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মুইদুল ইসলাম সিদ্দিক (৩৬) সিভিল অ্যাভিয়েশনের সহকারী উপ-প্রকৌশলী ছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার শামসুদ্দিন কালামের ছেলে। পরিবারসহ থাকতেন কাওলা সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারে।

নিহতের দুলাভাই মাসুদ রানা জানান, সকালে মুইদুল ইসলাম কাজের জন্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত রাইদা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, রাইদা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ঢুকে পড়ে। এটি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিদ্দিককে চাপা দেয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক সুমন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
রাজধানীর সবুজবাগে এক অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন বেশ কয়েকটি স্থাপনায় আগুন লেগে পুড়ে গেছে ফার্নিচারের দোকান, গ্যারেজে অবস্থানরত সিএনজি, চায়ের দোকানসহ বেশ ক’টি ব্যবসা প্রতিষ্ঠান।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈদের বাকি এখনও এক সপ্তাহের বেশি। কিন্তু, এইরমধ্যে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত