রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে বাস ভেতরে ঢুকে একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত মুইদুল ইসলাম সিদ্দিক (৩৬) সিভিল অ্যাভিয়েশনের সহকারী উপ-প্রকৌশলী ছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার শামসুদ্দিন কালামের ছেলে। পরিবারসহ থাকতেন কাওলা সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারে।
নিহতের দুলাভাই মাসুদ রানা জানান, সকালে মুইদুল ইসলাম কাজের জন্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত রাইদা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, রাইদা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ঢুকে পড়ে। এটি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিদ্দিককে চাপা দেয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক সুমন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।