রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরইমধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছে।
এ অবস্থায় রোববারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সোমবার (৩ মার্চ) কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুয়েলার্স মালিক সমিতি।
পুলিশ বলছে, যারা জড়িত ছিলো, সবাই পেশাদার সন্ত্রাসী। দ্রুত তাদের আইনের আওতায় আনতে কাজ করছে তারা।
গত রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে, স্বর্ণ লুটের ঘটনাকে কেন্দ্র করে রামপুরা থানা ঘেরাও করে ভুক্তভোগীর স্বজন ও স্বর্ণ ব্যবসায়ীরা।
তিন দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে বুধবার বনশ্রীতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। তবে পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, রাজধানীর বাইরে থেকে আসা পেশাদার সন্ত্রাসী চক্র এমন ঘটনা ঘটিয়েছে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছি।