রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাস্তার দুই পাশের প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানায়, ফুটপাতে দোকান থাকায় পথচারীদের হাঁটাচলায় সমস্যা হতো। আশপাশে বেশকিছু হাসপাতাল থাকায় বাইরে থেকে আগত রোগীদের নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান ভুক্তভোগীরা।
তবে ফুটপাতের দোকানদারদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই তাদের দোকানপাট ধ্বংস করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নতুন করে কেউ যেন আর ফুটপাত দখল করে জনভোগান্তি তৈরি করতে না পারে সেজন্য অভিযান চলমান থাকবে।