সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য নিহত, আটক এক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১১:৫৯ এএম

রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১১টায় নতুন বাজারের মা বেকারির সামনে এ ঘটনা ঘটে। নিহত সজিবুর রহমান কাপ্তাই ইউনিয়নের ইউপি সদস্য। টানা দুইবার তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। 

এ ঘটনায় আহতরা হলেন মো. আলাউদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৫৫) ও আব্দুল জলিল। তারা সকলেই ওই এলাকার বাসিন্দা। 

এদিকে রাতেই সুইডিশ কলোনি এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে মো. আরিফুল ইসলাম বাবু (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে ইউপি নির্বাচনে অংশ নেয়া মহিউদ্দিন পাটোয়ারী বাদলের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। 

দু'গ্রুপের সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। তিনি বলেন, মোশাররফের মালিকানাধীন মা বেকারিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদলের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনিসহ আরও তিন জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিব মেম্বারকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কাপ্তাই থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত ইউপি সদস্যকে দেখতে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ প্রমুখ। 


একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজ থাকা কালে মুক্তিপণ দাবি করা হয়েছিল। না পেয়ে হত্যা করা হয়েছে।
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য,...
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে জাকির হোসেন নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাই-আগস্টে হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিলো, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীেক পরামর্শ দেয়া ছাড়া ভারতে আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস...
রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজ থাকা কালে মুক্তিপণ দাবি করা হয়েছিল। না পেয়ে হত্যা করা হয়েছে।
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত