টাঙ্গাইলের দীর্ঘ দিন যাবত মন্দিরের জায়গা অবৈধভাবে দখলে করে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় দখল হয়ে যাওয়া প্রায় এক একর জায়গা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে জেলার মধুপুর উপজেলার প্রায় দেড় হাজার বছরের পুরনো শ্রী শ্রী মদন গোপাল দেববিগ্রহ মন্দিরের জায়গায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গণির নির্দেশে এ অভিযান চালান মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসোইন, মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শ্রী সুধাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী আখিমল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সিংহ, মানিক চন্দ্র সাহা, প্রধান উপদেষ্টা শ্রী মধুসূদন সাহা, উপদেষ্টা শ্রী দুলাল চন্দ্র সাহা, উপদেষ্টা অধ্যাপক মানিক চন্দ্র বসু।
আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদার
এছাড়া কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা মণ্ডলির সদস্যরাও উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি