সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

কক্সবাজার সৈকতে পর্যটককে মারধরের অভিযোগ

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:৪৪ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে এক পর্যটককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। আড়াই ঘণ্টা রুমে আটকে রাখার পর হাতে-পায়ে ধরে ছাড়া পেলেও দিতে হয়েছে সাদা কাগজে সই, বলছেন সেই পর্যটক। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের পর্যটন সেলে ওই ঘটনার লিখিত বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী পর্যটক নাজমুল হাসান শাকিল। 

নাজমুল জানান, বাইকে চড়ে কুমিল্লা থেকে কক্সবাজারে সমুদ্র দেখতে গিয়েছিলেন শাকিল। বৃহস্পতিবার ভোরে বাইক চালিয়ে তিনি সুগন্ধা পয়েন্টে যান। এরপর বাইক নিয়ে সোজা নেমে যান সমুদ্রে।

এসময় টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক আমজাদ হোসেন শাকিলকে বাইকসহ থামিয়ে দেন। জানতে চান, বাইক নিয়ে কেন সৈকতে নামলেন শাকিল।

জবাবে শাকিল দুঃখ প্রকাশ করে বলেন, তিনি সৈকতে বাইক নামা নিষিদ্ধের নিয়ম জানতেন না। 

তারপরও টুরিস্ট পুলিশের আমজাদ হোসেন লাঠি হাতে নিয়ে মারধর করতে থাকেন পর্যটক শাকিলকে। এক পর্যায়ে লাঠির আঘাতে পা থেকে রক্ত বের হয় শাকিলের। তারপর তাকে ধরে আমজাদ হোসেন তাদের রিজিয়ন অফিস নিয়ে বসিয়ে রাখেন ও মামলা দেয়ার হুমকি দেন। 

শাকিল একাত্তরকে বলেন, ওই পুলিশ সদস্য তাকে ছেড়ে দেন কয়েক ঘণ্টা পর। মানবতার খাতিরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে হুঙ্কার দেন টুরিস্ট পুলিশের অভিযুক্ত কর্মকর্তা। পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন শাকিলের সাথে আসা তার ভাতিজা।

ওইদিনই টুরিস্ট পুলিশ কর্মকর্তার নির্যাতনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন শাকিল।

এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। কেউ পর্যটকদের সাথে এমন অসদাচরণ করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ফতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, পর্যটকদের ভুলগুলো ভালো আচরণ দিয়ে সমাধান করা যায়। 

উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই সৈকতে বসে সমুদ্র উপভোগের সময় এক দম্পতিকে হয়রানীর অভিযোগ ওঠে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে।


একাত্তর/এসজে

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারাগার থেকে বের হতেই তাকে এক দল তরুণ মারধর...
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির দাবি, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের...
মিয়ানমার সীমান্তের ওপারে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে, তারপর কক্সবাজার সদর হাসপাতঅ...
কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক জামায়াত ইসলামীর নেতাসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত