সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, আটক তিন

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:২৫ এএম

কুমিল্লার দেবীদ্বারে বিটিভির সাংবাদিক পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার হাজীগাও গ্রামের শেখ নাদীম হোসেন নিলয় (২৪), ঢাকা জেলার ওয়ারী থানার গুপিবাগ এলাকার সানোয়ার হোসেন (৩৬) ও ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকার সাজেদুল ইসলাম (২১)।  

জানা গেছে, এর আগে ২০২২ সালের ১২ মে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদী দাখিল মাদ্রাসায় একই রকম প্রতারনা করতে গিয়ে এই চক্রের নাদিম হোসেন নিলয়কে আটক হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্যচিত্রের ভিডিও ধারণ করতে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে যান তারা। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পূর্বপরিচিত বিটিভির কুমিল্লা প্রতিনিধির সাথে কথা বলেন। তিনি তাদেরকে আটকে রাখতে বললে, স্কুল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া ভুঁইয়া জানান, গত ১৭ আগস্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহর কাছ থেকে একটি চিঠি পান তারা। চিঠিতে উল্লেখ ছিলো বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর ২৫ মিনিটের একটি প্রামাণ্য অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নির্মাণে যেন সহযোগিতা করা হয়। 

মো. গোলাম কিবরিয়া ভুঁইয়া আরও জানান, শিক্ষা কর্মকর্তার নির্দেশনা মোতাবেক তাদের কাজ করার অনুমতি দেয়া হয়। এসময় বিদ্যালয়ের উন্নয়নে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার আশ্বাস দেয় তারা। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় পরিচয়পত্র দেখে কর্তৃপক্ষ বুঝতে পারে এটি একটি প্রতারক চক্র। তাই তাদের আটক করে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় পুলিশে সোপর্দ করা হয়। 

জানা গেছে, গত ১৭ আগস্ট বিটিভির সাংবাদিক পরিচয়ে তিন সদস্যের একটি দল দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ’র সাথে দেখা করেন। তারা উপজেলার বিদ্যালয়ের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর ২৫ মিনিটের একটি প্রামাণ্য অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নির্মাণে সহযোগিতা চান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাৎক্ষনিক একটি চিঠি লিখে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি কলেজ ও ৩০টি মাদ্রাসায় ইমেইলে চিঠি পাঠিয়ে দেন। এরপর চক্রটি শনিবার (২০ আগস্ট) কয়েকটি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজে যেয়ে কর্তৃপক্ষের সাক্ষাৎকার গ্রহণ করে প্রামাণ্যচিত্রের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

দেবীদ্বার মফিজ উদ্দিন পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার চিঠি আছে, সেহেতু কোন সন্দেহ করি নাই। ওরা আমার নিকট বেশী টাকা চায়নি মাত্র পাঁচ হাজার টাকা চাওয়ায় আমি দুই হাজার টাকা দেই।

দেবীদ্বার ইসলামিয়া ফাজির ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন জানান, 'মাদ্রাসায় আসার পর ওদের পরিচয় দিলে কার্যক্রম চালাবার অনুমতি দেই। কারণ শিক্ষা কর্মকর্তার চিঠি আছে যাতে লিখা আছে তাদের সার্বিক সহযোগিতা করার। তাই তাদের প্রশ্ন না করে কাজ করতে বলি। বিটিভিতে ২৫ মিনিটের প্রতিবেদন প্রকাশ করবে তাই ভাবলাম ২০-২৫ হাজার টাকা দিতে হবে। তাদের সাথে কথা বলে বুঝলাম কম দিলেও হবে। ক্যাশ টাকা না থাকায় বলে দিয়েছি বিকাশ নম্বর দেন ১২ হাজার টাকা দিয়ে দেব। ওরা বিকাশ নম্বর পরে দেবে বলে চলে যায়। আজ শুনলাম ওরা থানা হাজতে। আমার আর টাকা দেয়া হলনা।' 

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ জানান, গত ১৭ আগস্ট শিক্ষাঙ্গনের উন্নয়ন মূলক 'বঙ্গবন্ধুর বাংলাদেশ' নামক প্রামাণ্য অনুষ্ঠানের সহযোগিতা চেয়ে বাংলাদেশ টেলিভিশন এক্সিকিউটিভ প্রোগ্রাম প্ল্যানার শেখ নাদিম হোসেন নিলয় ও তার সহযোগীরা আসলে তাদের দেয়া চিঠিটি আমি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মেইলে করে দেই। কিন্তু আমার কথা ছাড়াই তারা বিদ্যালয়ে প্রোগ্রাম শুরু করেছে। জানতে পারলাম এরা একটি প্রতারক চক্র। তাই এ বিষয়ে ইউএনও স্যারের সাথে কথা বলেছি এবং নতুন করে একটি নোটিশ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রেরণ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদার বলেন, প্রামাণ্যচিত্র করতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমার সাথে কোন আলাপ করেননি। সরল বিশ্বাসে হয়তোবা তিনি অনুমতি দিয়েছেন। আজ যখন জানতে পারলাম তারা প্রতারক চক্রের সদস্য তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং শিক্ষা কর্মকর্তাও নতুন করে একটি সাবধানতামূলক বিজ্ঞপ্তি সকল প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি। 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর জানান, নবিয়াবাদ বিদ্যালয় কর্তৃপক্ষ বিটিভির পরিচয় দেওয়া তিন প্রতারক চক্রকে আটক করার খবর দিলে আমরা তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলছে, রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসজে

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। 
কুমিল্লা জেলা সিভিল সার্জনকে শোকজ করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচ নম্বর আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে বিতণ্ডার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। হত্যার পর স্বামী নিজেই আবার থানায় গিয়ে উপস্থিত হয়ে দেন ঘটনার বর্ণনা।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত