ঝিনাইদহের শৈলকুপার ধলোহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরে দূর্বৃত্ত হামলা চালিয়ে প্রতিমার মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ এসেছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা এক বা একাধিক লোক এ ঘটনাটি ঘটিয়েছে বলে মন্দীর কমিটির নেতারা জানিয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শৈলকুপা সদর সার্কেল অমিত বর্মন জানান, শৈলকুপার ডাউটিয়া গ্রামে পুরাতন কালীমন্দীরে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। তারা গতরাতে কালী প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে মন্দির থেকে একটু দুরে ফেলে রেখে যায়। এ ঘটনা স্থানীয় মন্দীর কমিটির নেতারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ গ্রামে ১৫ ঘর সনাতন ধর্মের মানুষ বসবাস করে থাকে।
কারা কি কারণে এ হামলা চালিয়েছে তা তদন্ত করে খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে মন্দীর কমিটির সভাপতি শুকুমার মন্ডল ও সাধারন সম্পাদক সত্যরঞ্জন চন্দ্র জানান, এতদিনের পুরাতন কালী মন্দীরে কি কারণে কারা হামলা চালিয়েছে তা তারা জানাতে পারেননি। তবে এ ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
একাত্তর/এআর