সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

শৈলকুপায় শতবর্ষী কালি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৬:৩৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপার ধলোহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে শতবর্ষী কালীমন্দিরে দূর্বৃত্ত হামলা চালিয়ে প্রতিমার মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ এসেছে। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা এক বা একাধিক লোক এ ঘটনাটি ঘটিয়েছে বলে মন্দীর কমিটির নেতারা জানিয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শৈলকুপা সদর সার্কেল অমিত বর্মন জানান, শৈলকুপার ডাউটিয়া গ্রামে পুরাতন কালীমন্দীরে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। তারা গতরাতে কালী প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে মন্দির থেকে একটু দুরে ফেলে রেখে যায়। এ ঘটনা স্থানীয় মন্দীর কমিটির নেতারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ গ্রামে ১৫ ঘর সনাতন ধর্মের মানুষ বসবাস করে থাকে।

কারা কি কারণে এ হামলা চালিয়েছে তা তদন্ত করে খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।  

এ বিষয়ে মন্দীর কমিটির সভাপতি শুকুমার মন্ডল ও সাধারন সম্পাদক সত্যরঞ্জন চন্দ্র জানান, এতদিনের পুরাতন কালী মন্দীরে কি কারণে কারা হামলা চালিয়েছে তা তারা জানাতে পারেননি। তবে এ ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


একাত্তর/এআর

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব। 
পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলার এক স্বেচ্ছাসেবক লীগে নেতাকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত