সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

পদ্মা সেতু চালুর পর বন্ধ হয়ে গেলো শত বছরের স্টিমার সার্ভিস

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:২৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া-ঢাকা নৌ রুটের শত বছরের স্টিমার (রকেট) সার্ভিস বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রী সঙ্কটে এ নৌ যানটি লোকসান গুনছে। তাই ঢাকা-মোড়েলগঞ্জ-ঢাকা নৌপথে প্রায় শত বছরের এই প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোড়েলগঞ্জ যেতে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরের কাউখালী, হুলারহাট, চরখালী ও বড় মাছুয়া  এবং বাগেরহাটের সন্ন্যাসী ঘাটগুলোতে স্টিমার ঘাট দিতো। 

তারা জানান, প্যাডেল স্টিমার  ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ নৌ যাতায়াতের বাহন। প্যাডেল স্টিমারের দুই পাশে হুইল (পাখা) ঘোরার কারণে বড়ো ধরনের ঝড়-বৃষ্টিতেও এসব নৌযান ভারসাম্য ধরে রাখতে পারে।

তারা আরও জানান, ব্রিটিশ আমল থেকে প্রায় শত বছর ধরে স্টিমার সার্ভিসে যুক্ত থাকা পাঁচটি প্যাডেল স্টিমার ছিল নৌ পথে ভ্রমণ পিপাসু দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় যান। ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি। 

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দরে  চাঁদপুর গামী যাত্রী রহিমা বেগম (৫৫) জানান, আমার দুই মেয়ে নিয়ে রকেট ঘাট এসে জানতে পারি রকেট বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়ে গেছি। আমরা অল্প খরচে নিরাপদে রকেটে যাতায়াত করতাম।

ঢাকাগামী মো. শহিদুল ইসলাম (৪৫) জানান, মালামাল নিয়ে ঘাটে এসে জানতে পারি স্টিমার বন্ধ হয়ে গেছে। আমার মতো অনেক যাত্রী ঘাটে এসে দুর্ভোগে পড়ছেন। আমরা চাই দ্রুত এই সার্ভিস  চালু হোক।

বিআইডব্লিউটিসি বরিশাল অফিসের সহ পরিচালক কেএম এমরান বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-মোড়েলগঞ্জ স্টিমার সার্ভিসে যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। প্রতি ট্রিপে অনেক টাকা লোকসান গুনতে হয়, তাই এ সার্ভিসটি চলতি বছরের আগস্ট মাসের ২২ তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। 


একাত্তর/এসি

পিরোজপুরে চেতনা নাশক ছিটিয়ে ও সিঁধ কেটে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ দেড় লাখ টাকাসহ দুই ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির (জনাক) প্রতিনিধিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দেশীয় তৈরি পাঁচটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
শ্বশুরের মৃত্যুতে মিলাদ ও ভোজন আয়োজনে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে এসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জামাইসহ তার মা ও বোনকে পিটিয়ে আহতসহ বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত