কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাসেদুল হক রাশেদের কর্মীকে গভীর রাতে টাকা বিতরণ কালে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা করা হয়েছে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মো. ইসমাইল হোসেন নামে এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: জীবিত হবে আশায় চার দিন খাটের নিচে লাশ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইসমাইলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই হাজার ২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করা হয়।
একাত্তর/এসি