বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় ফেনীতে দেশের স্বনামধন্য ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলার মাথিহারা প্রাইমারি স্কুলে আরিফ চৌধুরীর উদ্যোগে ও ফেনীবাসীর সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সাইফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারির রেজিস্টার ডাক্তার মাজেদ সুলতান, চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রলজি বিভাগের রেজিস্টার ডাক্তার বিপ্লব বড়ুয়া, মেডিসিন বিশেষজ্ঞ ও এসোসিয়েট প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ দিদার, ঢাকা ক্যান্সার হাসপাতালের গাইনোকোলজি বিভাগের ডাক্তার তসলিমা নিগার, মুন্সিগঞ্জ সরকারি হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার নৌরিন, ফেনী সদর হাসপাতালের ডাক্তার মাসুদ রানাসহ আরও অনেকে।
চিকিৎসার পাশাপাশি মেডিকেল ক্যাম্প থেকে সব ধরনের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।