গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় জন করোনা আক্রান্ত হয়ে ও আট জন করোনা উপসর্গ নিয়ে গেছেন।
ময়মনসিংহ মেডিকেলের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের সাতজন ও নেত্রকোনার দুইজন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স ৩৫ থেকে ৮৫ বছর।
উপসর্গের মৃতদের মধ্যে ময়মনসিংহের চারজন, শেরপুর, নেত্রকোনা, গাজীপুর ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।
ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৪২০ জন। এদিকে ময়মনসিংহ জেলা গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২০৮ জন। সংক্রমণের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
একাত্তর/এসি