সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোবাশ্বির আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মোবাশ্বির আলী মৃত মজমিল আলীর ছেলে এবং বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী জানায়, গত ১০ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে হিমিদপুর এলাকার নিজ বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলার সময় মোবাশ্বির আলী কৌশলে অন্যান্য শিশুদের দোকানে পাঠিয়ে দেন। এরপর সে ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর ঘটনাটি জানাজানি হলে ভিকটিমকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

আরবিএস
লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিলেটের জৈন্তাপুর উপজেলাসহ আশপাশের এলাকায় প্রকাশ্যেই চলছে পাহাড় কেটে পাথর তোলা। উন্নয়নের নামে ব্যক্তি ও প্রভাবশালী একটি চক্র দিনের পর...
লক্ষ্মীপুর সদর রায়পুরে ছয় বছরের দুটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলাদা মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত