সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

ছাত্রদল নেতা হত্যায় এক যুগ পর ১৪০ জনের নামে মামলা

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম

চাঁদপুরে ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে হামলায় এক ছাত্রদল নেতা হত্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ ১৪০ জনের নামে এবং অন্তত ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে নিহতের বড় ভাই মো. ফারুকুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

পরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন।

হত্যার শিকার ছাত্রদল নেতা তাজুল ইসলাম সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে।

দীপু মনি ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি চলছিলো। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী হামলা এবং গুলি চালায়। ওই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম রতনের বুকের বামপাশে গুলি লেগে তিনি মারা যান। আহত হন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন। 

বাদি মো. ফারুকল ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা ও বিবাদি পক্ষের নানা হুমকি কারণে মামলা করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশাকরি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো।

একাত্তর/এসি
দুই দফায় ১০ হাজার টাকা নিয়েও কনে দেখাতে না পেরে ক্ষুব্ধ হয়ে ঘটক হাবিব উল্লাহকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেন কামাল মীরা নামে এক হবু বর। হাবিবের মরদেহ উদ্ধার ও তার স্ত্রীর মামলা পর পুলিশের...
চাঁদপুরে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
চাঁদপুরে বিদ্যুতস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কদ্দিপাঁচগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 
এনসিপির অনেক কমিটিতেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রেতাত্মাদের জায়গা হচ্ছে। সময় থাকতে এগুলো বন্ধ করেন। নয়তো আপনাদের কড়া জবাব দেবে বিএনপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত