রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় দুর্ঘটনা ঘটলো সাভার এলাকায়।
সেখানে একটি তেলের লরি উল্টে আগুন ধরে পাঁচটি গাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো.বাবুল আকতার।
আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন একজন, দগ্ধ আরো অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।
এ সময় মহাসড়কেই আগুনে পুড়ে একজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া না গেলেও তিনি ট্রাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে।