সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতাসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ মে ২০২৫, ০৬:১২ পিএম

টাঙ্গাইলে ফাঁকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আলাদা অভিযানে ডাকাতির মূলহোতাসহ তিন জনে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার( ৫ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। 

তিনি জানান, রোববার রাতে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাগর বারুইকে গ্রেপ্তার করা হয়। তিনি এই ডাকাতির ঘটনার মূলহোতা।

এর আগে ১৮ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সেকেন্ড ইন কমান্ড ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার তথ্যে বাশতৈল এলাকার বেলতৈল সিরামিক মোড় থেকে ১০ রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তারও আগে গত ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় গাড়ি চালক মিলন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

তাদের দেওয়া তথ্যেই মূলহোতাকে বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেলসহ সাগর বরুইকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারের পর সাগর পুলিশকে জানায়, ডাকাতির দিন মির্জাপুরের কুমারজানি এলাকায় বৈদ্যুতিক খুঁটির পাশে ম্যাগাজিন ভর্তি সাত রাউন্ড তাজা গুলি ও একটি সচল বিদেশি পিস্তল ফেলে রেখে গেছেন। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ তিন লাক ১২ হাজার টাকা, তিনটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস (হায়েস) জব্দ করা হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে। 

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, ডিবির ওসি মোশাররফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

গত ২২ মার্চ রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। 

ভুক্তভোগী মহিষ ব্যবসায়ী রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া জানান, মির্জাপুর উপজেলার কাইতলা গরু-মহিষের হাটে ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। নয়াপাড়া এলাকায় পৌঁছালে আট থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচয়েস গাড়ি নিয়ে দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়ে ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাদের সাথে থাকা দুটি ব্যাগে ভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়। এরপর ২৩ মার্চ মির্জাপুর থানায় তারা ডাকাতি মামলা দায়ের করেন। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
ঈদযাত্রায় উত্তরবঙ্গের লেনে গাড়ি চাপ বাড়লে ঢাকামুখী গাড়ির জন্য বিকল্প ভাবছে টাঙ্গাইলের পুলিশ। তারা বলছেন, যদি ওই লেনে গাড়ি চাপ থাকে তাহলে ভুয়াপুরের গোল চত্বরে থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকামুখী...
কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতি করতে যাওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এ...
টাঙ্গাইলে জর্ডান থেকে ফেরত এক নারী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুট হওয়া তিনটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত