পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঘটনাস্থল থেকে ফিরে আসা বন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া জানান, শনিবার (২২ মার্চ) সকালে বনের কলমতেজি এলাকার টেপার বিলে ৮ থেকে ১০ একর বনভূমিতে আগুন লেগেছে। আগুনে বনের লতাপাতা পুড়ে ধোয়া উড়ছে। বিষয়টি বনবিভাগকে তিনি অবহিত করেছেন।
ধানসাগর স্টেশন সংলগ্ন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী জানান, বনের ধানসাগর এলাকায় প্রায় প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলেদের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, শনিবার (২২ মার্চ) সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন যাতে বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা হচ্ছে। আশপাশে পানির কোনো উৎস নেই বলেও জানান তিনি।
বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে বলে জানান স্টেশন কর্মকর্তা।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আবতাবী আলম জানান, তাদের ইউনিট ও মোরেলগঞ্জ ইউনিট বনে প্রবেশ করেছে। ঘটনাস্থলে পাইপলাইন টানা হচ্ছে পানি সরবরাহ করার জন্য। রোববার সকাল থেকে আগুন নেভানোর মূল কাজ শুরু হবে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তার সাথে রয়েছেন বনরক্ষীরা। লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার বনের মধ্যে হওয়া সেখানে সহজে ফায়ারসার্ভিস টিম যেতে না পারায় আজ আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। বনরক্ষীরা ফায়ার লাইন কাটার কাজ করছেন।
তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। জানান, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।