ভারী বৃষ্টিতে সিলেট শহরের মেজর টিলার চামেলিবাগে ভূমিধসে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। এ ঘটনায় আহত আটজনকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
স্থানীয়রা জানান, আজ ভোর থেকে সিলেটে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মেজর টিলা এলাকায় ভূমি ধস হলে কয়েকটি ঘর ভেঙে পড়ে।
এসময় মাটি ও ঘরের নিচে চাপা পড়েন ১১ জন। তাদের মধ্যে ফায়ার সার্ভিস আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতে প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয় প্রায় ২২১ মিলিমিটার বৃষ্টি।
প্রবল বর্ষণে সোমবার সকালে ভূমিধস হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে।