ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে তিনটি কমিটি কাজ করছে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে কমিটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহত্তর সমঝোতার দিকেই যাচ্ছে কমিটি। যাতে করে তারিখ ঘোষণার পর পিছিয়ে যেতে না হয়।
২০২৫ সালেই নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, অতদূর নাও যাওয়া লাগতে পারে।
এদিকে ৫ আগস্টের পরও এখনো নানা কারণে বিভাগের ক্লাসে ফিরতে পারেননি সব শিক্ষক। উপাচার্য জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বন দিবসের অনুষ্ঠানে একটি মহুয়া গাছ লাগান উপাচার্য। পরে ভিসি চত্বর থেকে শোভাযাত্রাও হয়।