ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে। রঙিলা কিতাবের পাতাগুলো উল্টাতে না উল্টাতেই, পরীমনিকে ঘিরে আবারও নতুন করে শোরগোল। সামাজিক মাধ্যমে নতুন করে শুরু চর্চা।
যার শুরুটা একদিন আগে। প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে মধ্যরাতে পরীমনি নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।
ব্যস, নেই নিয়ে শুরু হয়ে গেছে তুমুল জল্পনা-কল্পনা। মাত্র ছয় মাস আগেই পরীমনি ঘোষণা দিয়ে বলেছিলেন ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না’।
পরীমনির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তবে রেখে দিলেন রহস্যও। সত্যিই কি প্রেমে পড়েছেন তিনি? ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সে সব মন্তব্য মুছে ফেলেন তিনি।
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ পর থেকে ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে নিয়েই আছেন পরীমনি। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর সন্তানেরাই তাঁর জীবনের একমাত্র প্রেম। অন্য কোনও প্রেমের জায়গা নেই। এ ছাড়াও বিভিন্ন সময় সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, অন্য কোনও প্রেমের জন্য আর সময় নেই তাঁর।
তাহলে পরীমনি কার হাতে হাতে রেখে বললেন, নতুন করে প্রেমে পড়ার কথা? এনিয়েই শোরগোল চলছে সমাজিক যোগাযোগা মাধ্যম জুড়ে। পরীমনির নতুন প্রেমিক নিয়েই এখনো ধোঁয়াশা। কাছের মানুষরাই একেক জন একেক তথ্য দিচ্ছেন। আবার অনকেই বলছেন, মজাচ্ছলে এমন পোস্ট দিতেও পারেন পরীমনি।
তবে সূত্রের খবর, এই ভিডিও’র দুটো হাতই পরীমনির নিজেরই। অভিনেত্রী যে প্রেমে পড়ার কথা বলেছেন সেটা আসলে খানিকটা নিজের সঙ্গে নিজের প্রেমে পড়ার কথাই তুলে ধরেছেন। যদিও কোনও মানুষকে প্রকাশ্যে না আনায় খানিক রহস্যের আভাস তৈরি হয়েছে।
হয়তো সেই রহস্যের আঁধার বজায় রাখতে চেয়ে এমন মজা করেছেন নায়িকা! যদিও অভিনেত্রীর বাঁ হাতের ঘড়ি জানান দেয় সেই হাত তাঁরই। তবে যাই হোক না কেন, পরীমনির এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা খুশি। প্রায় সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন।
তবে ওই ভিডিও প্রকাশের ২৪ ঘন্টা পার হবার আগে, পরীমনি নিজেই নব রহস্য ফাঁস করে দিয়েছেন। আরেকটি ভিডিও প্রকাশ্যে এনেই তিনি সেটা করেছেন। তাতেই পরিচয় মিলল পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’। তার নাম আল মাহমুদ মনজুর। তিনি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার এবং একজন সাংবাদিকও। যদিও বিষয়টিকে প্রাঙ্ক বা মজা বলে উল্লেখ করেছেন নায়িকা।
গত রোববার চলন্ত প্রাইভেটকারের জানালায় একজন পুরষের হাতে হাত রাখার যে ভিডিওটি পোস্ট করে পরীমনি তার ফের প্রেমে পড়ার কথা জানান, সোমবার সেটির পুরো ভিডিও পোস্ট করে আল মাহমুদ মনজুরকে ট্যাগ করে নায়িকা লিখেছেন, প্রাঙ্কটা কি একটু বেশি হলে গেছিলো?
নতুন এই ভিডিওর শেষ অংশে পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার আল মাহমুদ মনজুরকে হাততালি দিয়ে হাসতে দেখা যায়। এরপর তিনি বলেন, গুজবে কান দেবেন না। আর তার আগের অংশে ব্যাকগ্রাউন্ডে পরীমনিকেও খিলখিলিয়ে হাসতে শোনা যায়।