রাজধানীর নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় গ্যাসের শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমান আদালত।
গোপনে এই সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এলাকার মানুষ আগেই সে খবর জেনে যায়। যে কারণে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে যায়।
আলো ঝলমলে রাজধানী ঢাকার বুকে অবহেলিত এক জনপদ নন্দীপাড়া। আধুনিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার অর্ধ লক্ষাধিক বাসিন্দা।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড হিসেবে গেজেটভুক্ত হলেও উন্নয়নের কোন আঁচড় পরেনি। অথচ সেখানের অনেক বাসাতেই আছে গ্যাস সংযোগ।
এই নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকার প্রায় সব গ্যাস সংযোগই অবৈধ। তাই এই এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে রোববার অভিযানে যায় তিতাসের ভ্রাম্যমান আদালত।
অভিযানে প্রায় শতাধিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কে এই সংযোগ দিয়েছে, আর কে বিল নেয়, তাদের নাম বলতে রাজি নয় এলাকাবাসী।
তিতাসের অতি গোপন অভিযানের খবর আগেভাগেই জেনে যায় এলাকাবাসী। তাই অনেকেই গ্যাসের সংযোগ ও রাইজার আগেই খুলে রাখে।
আগাম খবর কিভাবে পৌঁছালো, জানেন না তিতাস কর্মকর্তারা। আরো অবাক করা বিষয়, অভিযানের খবর আগাম জানতে পেরে পুরো এলাকা প্রায় পুরুষশূণ্য হয়ে পড়ে।
আর ম্যাজিস্ট্রেট জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়াসির আরাফাত জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
তবে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।