সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবরে এলাকা পুরুষশূণ্য

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

রাজধানীর নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় গ্যাসের শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমান আদালত। 

গোপনে এই সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এলাকার মানুষ আগেই সে খবর জেনে যায়। যে কারণে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে যায়। 

আলো ঝলমলে রাজধানী ঢাকার বুকে অবহেলিত এক জনপদ নন্দীপাড়া। আধুনিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার অর্ধ লক্ষাধিক বাসিন্দা।

এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড হিসেবে গেজেটভুক্ত হলেও উন্নয়নের কোন আঁচড় পরেনি। অথচ সেখানের অনেক বাসাতেই আছে গ্যাস সংযোগ।

এই নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকার প্রায় সব গ্যাস সংযোগই অবৈধ। তাই এই এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে রোববার অভিযানে যায় তিতাসের ভ্রাম্যমান আদালত। 

অভিযানে প্রায় শতাধিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কে এই সংযোগ দিয়েছে, আর কে বিল নেয়, তাদের নাম বলতে রাজি নয় এলাকাবাসী।

তিতাসের অতি গোপন অভিযানের খবর আগেভাগেই জেনে যায় এলাকাবাসী। তাই অনেকেই গ্যাসের সংযোগ ও রাইজার আগেই খুলে রাখে। 

আগাম খবর কিভাবে পৌঁছালো, জানেন না তিতাস কর্মকর্তারা। আরো অবাক করা বিষয়, অভিযানের খবর আগাম জানতে পেরে পুরো এলাকা প্রায় পুরুষশূণ্য হয়ে পড়ে।

আর ম্যাজিস্ট্রেট জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়াসির আরাফাত জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

তবে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।



একাত্তর/ এনএ
সরকারকে এসব বিষয়ে শক্ত ও সাহসী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিগোষ্ঠীকে সহযোগিতা করছে কিনা তাও খতিয়ে দেখার আহবান তাদের। 
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই।
সারাদেশে আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিয়ে মন্তব্যে আমেরিকার...
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত