সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সংসদ পরিচালনায় সহায়ক: স্পিকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সংসদ পরিচালনায় সহায়ক বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, গণমাধ্যম জনমত গঠনে কাজ করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বাংলাদেশের সংবিধান। গঠনমূলক সমালোচনা সাংবাদিকরা করবেন সেটাই প্রত্যাশা। সংসদে যা কিছু হচ্ছে আপনারা সঠিকভাবে সেটা তুলে ধরবেন।

বৃহস্পতিবার সংসদ ভবনে সংস্কার করা মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জনগণ সকল ক্ষমতার মালিক সংসদ সদস্যদের যেমন এখানে দায়িত্ব আছে তেমনি সাংবাদিকদেরও অনেক দায়িত্ব আছে, সাংবাদিকদের আরও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আগামী দিনগুলোতেও সংসদ পরিচালনায় সহায়ক হবে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংসদের মিডিয়া সেন্টার সংস্কারের বিষয়ে স্পিকার বলেন, মিডিয়া সেন্টার ঢেলে সাজানোর চেষ্টা অনেকদিন ধরেই করা হচ্ছে। জাতীয় সংসদের অনেক সংস্কারের মতো এটিরও প্রয়োজনীয়তা অনেক। যারা দিন রাত এখানে কাজ করেন তাদের জন্য অনেক সুবিধা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা এখানে বসে কাজ করতে পারবেন। অবাধ তথ্য প্রবাহের এই সময়ে এটি সাংবাদিকদের অনেক কাজে আসবে। পিছিয়ে থাকার এখন আর সুযোগ নেই। এখন থেকে সময়ের খবর সময়মতই এখানে বসে করতে পারবেন। এখন থেকে জাতীয় সংসদের সকল সংবাদ সম্মেলন এখান থেকেই করা হবে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সেন্টার নির্ধারনের কাজ করা হলো। এই চিন্তার শুরু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। যারা পার্লামেন্টে কাজ করেন তাদের জন্য আজকের দিনটির অনেক গুরুত্ব আছে। এখান থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুর হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ হুইপরা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
শেখ হাসিনার সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবনে ভাঙচুরসহ বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামালও...
জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কুয়ালালামপুরে মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ড. জোহারি বিন আব্দুলের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গণমাধ্যমকে...
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত