সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

‘গ্যাস চুরি বন্ধ হলে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব’

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৫৯ পিএম

গ্যাস চুরি বন্ধ হলে তা দিয়ে আরও প্রায় ১২শ’ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিটরস গিল্ডের গোল টেবিল আলোচনায় তারা বলেন, সিস্টেম লসের নামে চুরির কারণে জ্বালানি দুষ্টচক্রে পড়েছে বাংলাদেশ।

রোজার পর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো উচিত ছিলো উল্লেখ করে তারা বলেন, আগামী ৯ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

শনিবার বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতের প্রতি সমবেদনা জানিয়ে শুরু হয় এডিটরস গিল্ডের ‘অর্থনীতির চ্যালেঞ্জ: বিদ্যুৎ-জ্বালানী-দ্রব্যমূল্য’ শীর্ষক গোল টেবিল। যেখানে উঠে আসে বিদ্যুৎসহ জ্বালানীর মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে নেতিবাচক প্রভাবের বিষয়টি।

গোল টেবিলের বক্তারা বলেন, গেল একবছর নষ্ট হয়েছে, তাই আগামী এক বছরই হাতে সময় আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য।

অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাকের মতে, সরকারের ৯ মাস থেকে এক বছরের মধ্যে সময় লাগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তার মতে, এরইমধ্যে একবছর সময় নষ্ট হয়েছে।

সানেমের গবেষণা পরিচালক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা মনে করছেন, রোজার পরেই বিদ্যুতের দাম বাড়ানোটা বেশি যৌক্তিক হতো।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সৈয়দ নুরুল ইসলাম বলেন, মূল্যস্ফীতি নিয়ে নীতিনির্ধারকদের জানাশোনা একেবারেই কম না হলে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাশিত না।

জ্বালানীর দুষ্ট চক্রের কারণেই গ্যাস বিদ্যুতের চুরি বা সিস্টেম লস। সেটা না কমিয়ে দাম বাড়ানোর সমালোচনাও করেন বিশ্লেষকরা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, চুরি সবার আগে বন্ধ করা উচিত।

বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেনও মনে করেন গ্যাস চুরি বন্ধের কোনো বিকল্প নেই।

জ্বালানী ও টেকসই উন্নয়ন বিশ্লেষক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলছেন, জ্বালানির প্রাপ্যতার অভাবের কারণেই বেড়েছে বিদ্যুতের দাম।

দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ বলেন, অর্থ মন্ত্রণালয় সবার সাথে সমন্বয় করে কাজ করবে। তাদের বিষয়টি নিয়ে আরও একটু ভাবা উচিত।

দেশে কেনো সমস্যার কথা বললেই সেটাকে খারিজ করার আমলাতান্ত্রিক মানসিকতার কারণ সময়মতো নীতিগত সিদ্ধান্ত নেয়া যায় না বলেও মনে করেন তারা।

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টাকা পাচার আগে থামাতে হবে।

নবায়ণযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়ানোর নীতি থাকলেও কার্যকর করা হচ্ছে না বলে জানান গোল টেবিল আলোচনার সঞ্চালক ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে টুলগুলো ব্যবহার করতে হবে- সেগুলো আগে ঠিক করতে হবে। আমাদের সাধারণ মানুষকে সাপোর্ট দিয়েই এ কার্যক্রম চালিয়ে যেতে হবে।

 

একাত্তর/আরএ
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত বড় বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য একটি স্বনামধন্য আইন ও তদন্তকারী সংস্থাকে নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও...
বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয় না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা বন্ধ করা হয়নি বলে...
বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয় এবং ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসংগতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটরস গিল্ড আয়োজিত 'নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত...
শেখ হাসিনা বলেন, স্টেট ডিপার্টমেন্টের (যুক্তরাষ্ট্রের) বক্তব্যে এসে গেলো যে লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিলো? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছে? এটাও খবর নেওয়া দরকার। এবং তারপরে কিন্তু লাশ পড়তে...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত