সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

গণতান্ত্রিক পরিবেশে উন্নতি হয়, এটা প্রমাণিত: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম

গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি হয়, এটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৪ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ১০ গুণীজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন।

শেখ হাসিনা বলেন, দেশে যারা সন্ত্রাস করে, তাদের সুমতি হোক। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে দেশ উন্নতি করতে পারে, তা আমরা প্রমাণ করেছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই লক্ষ্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের কথা তুলে ধরেন তিনি।

বলেন, ১৯৭৫ এর পর জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিলো। ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ও জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিলো।  

অবৈধ উপায়ে স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিজয় অর্জন করেও বিজয়ের কথা বলতে পারিনি। মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বের কথা বলতে পারতেন না। এমন একটা ভীতিকর অবস্থার মধ্যে চলছিলো বাংলাদেশ।

তিনি বলেন, ১৯৭৫-এর পর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ও সেনা কর্মকর্তাদের হত্যা নির্যাতন করা হয়েছে। নির্বাচন নিয়ে করা হয়েছে প্রহসন।

কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পুনরায় নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করার সুযোগ পাওয়ায় দেশের সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সরকার গঠনের পর দেশের হারানো গৌরব ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

সাতই মার্চের ভাষণ বিশ্বে স্বীকৃতি পেয়েছে এবং জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে যারা গণহত্যা চালিয়েছে তাদের প্রতি ঘৃণাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ফিলিস্তিনে চলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধের ভয়াবহতা আমরা জানি।

এদিকে করোনাভাইরাস মহামারির ধাক্কা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই মূল্যস্ফীতির চাপের মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।

তাই মানুষের কষ্টের কথা চিন্তা করে ইফতার পার্টি না করে, দরিদ্রদের মাঝে তা বিতরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কারে ভূষিত ১০ বিশিষ্ট গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে তিনজন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পান। এছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদকে ভূষিত করা হয়।

তারা হলেন- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।

বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ‌। সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়ায় ফিরোজা খাতুন।

‘সমাজসেবা/জনসেবা’ ক্যাটাগরিতে অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন।

আরবি
সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় মাস্টারপ্ল্যান চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্য গাল মন্দ খাচ্ছি, তবুও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। 
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগর উন্নয়নে ফিটনেসবিহীন গণপরিবহনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবে, ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ...
বাংলাদেশ দ্রুতই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বলে মনে করে যুক্তরাজ্য। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এ আশাবাদ ব্যক্ত করেছেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত